বঙ্গে আসছেন মোদী, ধর্নামঞ্চে দিদি

46

আজ বিকেলে কলকাতায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে, এয়ার ইন্ডিয়ার বিমান করে কলকাতা বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী। নাগরিকত্ব বিল পাশ হওয়ার পর এটাই তাঁর প্রথম বাংলা সফর। তবে প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে অভূতপূর্ব নাগরিক বিক্ষোভের আবহ । সূত্র মারফত জানা গিয়েছে, ধর্মতলায় রানি রাশমণি অ্যাভিনিউয়ে টিএমসিপির ধরনা মঞ্চে শনিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে যাবেন । এবং সেখানে ঘণ্টা খানেক কাটাবেন বলে খবর। উল্লেখ্য, গতকাল থেকে ধর্মতলার রানি রাশমণি অ্যাভিনিউয়ে সিএএ-এনআরসি বিরোধী আন্দোলনে ধরনায় বসেছে শাসকদল তৃণমূলের ছাত্র সংগঠন টিএমসিপি ।

প্রসঙ্গত, মোদীর কলকাতা আসার আগেরই দিনই গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে নাগরিকত্ব আইনকে কার্যকর করার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সেদিকে তাকিয়েই কলকাতা বিমানবন্দরে নামার আগে থেকেই নিরাপত্তা বাড়ানো হয়েছে। সাধারণত রানওয়েতে দুটি বিমানের মধ্যে যে দূরত্ব রাখা হয় প্রধানমন্ত্রীর বিমানের থেকে তার দ্বিগুণ দূরত্বে রাখা হবে বাকি সব যাত্রীবাহী বিমান। উড়ানের সময়েও অন্যান্য বিমানের থেকে অন্তত ২ হাজার ফুট ব্যবধান রাখা হবে প্রধানমন্ত্রীর বিমানটি।