১০ বছর ধরে খেলেছেন, এবার খেলা শেষ হবে, উন্নয়ন শুরু হবে- পুরুলিয়া থেকে মোদী

125

আর মাত্র দিন দশেকের অপেক্ষা, তারপরই রাজ্যে প্রথম দফার নির্বাচন। ইতিমধ্যে ভোট প্রচারে নেমে গিয়েছে তৃণমূল – বিজেপি থেকে জোটেরা। এদিকে আজ পুরুলিয়ার ভোটপ্রচারে হাজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুরুলিয়ার ভাঙড়া মোড়ে লোকসভার ফলাফলকে সামনে রেখে মঞ্চে উঠেই মোদী জানান, ‘লোকসভায় তৃণমূল হাফ, এবার পুরো সাফ।’ পাশাপাশি, তৃণমূলকে তৃণমূল মানে ‘ট্রান্সফর্ম মাই কমিশন’ বলে কটাক্ষ করেন মোদী। এখানেই থেমে থাকেননি মোদী, মমতাকে একহাত নিয়ে তিনি জানান, দিদি বলে খেলা হবে, কিন্তু বিজেপি বলে চাকরি হবে, শিক্ষা হবে, উন্নয়ন হবে, হাসপাতাল হবে, স্কুল হবে। ১০ বছর ধরে খেলেছেন। এবার খেলা শেষ হবে। উন্নয়ন শুরু হবে। ‘ মোদীর অভিযোগ ‘গরিবের টাকা লুঠ করেছে তৃণমূল। তৃণমূল নিজের খেলায় মত্ত। এখানে শুধু ভেদাভেদের রাজনীতি। দিদি, অত্যাচার অনেক করেছো। ভয় দেখানোই তোমার অস্ত্র। রুখে দাঁড়াবে এবার বাংলার মানুষ। বাংলার মানুষ তোমায় পরাজিত করবে। বাংলায় এবার সিন্ডিকেটবাজদের পরাজয় হবে। কাটমানিওয়ালাদের পরাজয় হবে। তোলাবাজদের পরাজয় হবে। বাংলায় তৃণমূলের দিন শেষ। বাংলায় বিজেপি সরকার ক্ষমতায় এলে আপনাদের সমস্যা দূর করা হবে। বাংলায় ডাবল ইঞ্জিন সরকার তৈরি হবে।

এদিকে পুরুলিয়াবাসীর প্রসঙ্গে মোদীর বক্তব্য, আপনারা কেমন আছেন? রাঙামাটির দেশে পা রেখে নিজেকে ভাগ্যবান মনে করছি। জঙ্গলমহলের পবিত্র মাটিতে পা রাখার সৌভাগ্য মিলেছে। এই ভূমি রাম-সীতার বনবাসের সাক্ষী। কিন্তু এই সরকার, পুরুলিয়াবাসীর জন্য কিছু করেনি। ভোটব্যাঙ্কের রাজনীতি হয়েছে। তুষ্টিকরণ হয়েছে এই পবিত্র মাটিতে।