ব্যানার আর জল দিয়েই খালাস পৌরসভা, “এরকম চললে বাঁচবো কি করে?” আর্তি করোনা রোগীর!

113

করোনা আবহে এক ভয়াবহ অবস্থা তটস্থ সারা বিশ্ব, আমাদের দেশও। পশ্চিমবঙ্গে সরকারী রিপোর্ট অনুসারে এখনো পর্যন্ত ৩ লক্ষ মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারী হাসপাতালে শোনা যাচ্ছে নানা রকম অভিযোগ। এবার অভিযোগ শোনা গেল পুরুলিয়ার রঘুনাথপুর পৌরসভা ৭নং ওয়ার্ডের এক করোনা আক্রান্তের গলায়। প্রশাসন একটুও সাহায্য করেনি বলে দাবী করলেন করোনা আক্রান্ত ওই রোগী স্বপন মুখার্জ্জী। ৯ দিন সেদ্ধ চাল খেয়ে রয়েছে তাঁর পরিবার। ফোনে ভাঙ্গা গলায় নিজের দুরাবস্থার কথা জানালেন ওই ব্যাক্তি, সাথে বললেন, – “শুধু মাত্র একটি ব্যানার টাঙ্গিয়ে দিয়ে আর পৌরসভা থেকে জল দিয়ে কোন খোঁজ খবর নেয়নি প্রশাসন”, রঘুনাথপুর পৌরসভার কাছে অনুরোধ করে তিনি বলেন,- “অন্তত জলটা পাঠিয়ে দিন, কারন জল আজ পর্যন্ত চলবে।” এদিকে, সেই এলাকার ৪ জন ব্যাক্তি কাজল কৃষ্ণ সিনহা, চণ্ডী চরণ মাজী, শান্তনু চট্টোপাধ্যায়, বিপ্লব কুমার দাস, পরিবারের পাশে দাঁড়িয়ে ১০ দিনের খাবার পৌঁছে দিয়ে এসেছেন।