বাংলাদেশি লুঙ্গিওয়ালাদের তাড়িয়ে ছাড়বো, বিতর্কিত মন্তব্য সায়ন্তন বসুর!

86

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর:ফের বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে উঠে এলেন বিজেপি নেতা সায়ন্তন বসু।গতকাল মেদিনীপুর শহরের এলআইসি মোড়ে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপির রাজ্য নেতা সায়ন্তন বসু এই মন্তব্য করেন। তাঁর এই মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়েছে। তিনি বলেন, দিদিমণি বাংলাদেশের লুঙ্গিওয়ালাদের জন্য চিৎকার করছেন, চেঁচামেচি করছেন। জেনে রেখে দিন, এই দেশ থেকে বাংলাদেশি লুঙ্গিওয়ালাদের তাড়িয়ে ছাড়ব। এরপর তিনি বলেন, বাংলাদেশি শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া মূল উদ্দেশ্য। আর এটা নিয়ে মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলে যাচ্ছেন। তাতে কোনও লাভ হবে না।

এদিন জজ কোর্টের পিছনে টিভি টাওয়ারের মাঠ থেকে মিছিল শুরু হয়ে কেরানিটোলা, বটতলা, গান্ধী মোড় হয়ে এলআইসি মোড়ে মিছিল শেষ হয়।

অন্যদিকে, এদিন সায়ন্তন বসু ছাড়াও দলের রাজ্যনেত্রী তথা অভিনেত্রী রিমঝিম মিত্র, মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি সমিত দাস, রাজ্য জোনাল কমিটির কনভেনর তুষার মুখোপাধ্যায়, জেলা সম্পাদক অরূপ দাস সহ একাধিক নেতা উপস্থিত ছিলেন।