মমতার কোপে জ্যোতিপ্রিয়, ক্ষমতা কেড়ে নেওয়া হল অনেকটাই

106

লোকসভা ভোটে তৃণমূলের ভরাডুবির পর এবার ডানা ছাটা হল জ্যোতিপ্রিয় মল্লিকের । উল্লেখ্য বর্তমানে তিনি উত্তর ২৪ পরগনার জেলা সভাপতির সাথে শাসকদলের খাদ্যমন্ত্রীও। গতকাল সূত্রের মাধ্যমে জানা গিয়েছিল, জেলা সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুকে । কিন্তু সেটা আর করলেন না তৃনমূল সুপ্রিমো, তার বদলে বালু বাবুর একক ক্ষমতা অনেকটাই কমিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ তিনি এখন থেকে একা কোন সিধান্ত নিতে পারবেন না । অর্থাৎ জেলার ৫টি লোকসভা এলাকা দেখভালের দায়িত্ব দিলেন ৫ জন বিধায়ককে, তাঁদের মধ্যে রয়েছেন দমদমে তাপস রায়, বারাসাতে রথীন ঘোষ,বসিরহাটে সুজিত বোস, বনগাঁয় গোবিন্দ দাস, এবং বারাকপুরে নির্মল ঘোষ । এই ৫ লোকসভা কেন্দ্রের লোকসভায় যাবতীয় দায়িত্ব সামলাবেন এই ৫ বিধায়ক। এখন থেকে আর কোনও সিদ্ধান্ত একা নিতে পারবেন না বালু বাবু ।

উল্লেখ্য, ভোটের পর থেকে উত্তপ্ত উত্তর চব্বিশ পরগনা। এ দিকে ব্যারাকপুর শিল্পাঞ্চল থেকে ও দিকে সন্দেশখালি, বারাসত, হাবরা সর্বত্র অশান্তি লেগেই রয়েছে। রাজনৈতিক মহলের মতে, এই জেলায় প্রশাসনিক ব্যর্থতা যেমন রয়েছে, তেমনই রয়েছে সাংগঠনিক ব্যর্থতাও। ফলস্বরূপ একের পর এক বিধায়ক, পুরসভা, পঞ্চায়েত হাতছাড়া হচ্ছে তৃণমূলের। তৃণমূলের এক শীর্ষ নেতার কথায়, “উত্তর চব্বিশ নিয়ে দিদি ভীষণ বিরক্ত।” সেজন্যই হয়ত দিদি ডানা ছেঁটে দিলেন বালুর