আত্মগ্লানিতে ভুগছেন উদয়ন, বিজেপিতে বিধায়কের যোগদান ঘিরে জল্পনা তুঙ্গে!

100

২০১১ বিধানসভা ভোটের আগে বাম শিবিরে ভাঙন ধরিয়ে প্রত্যাশা মতোই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন ফরওয়ার্ড ব্লক বিধায়ক উদয়ন গুহ। তবে সদ্য লোকসভা ভোটের পর তিনি যে আত্মগ্লানিতে ভুগছেন, সোশ্যাল মিডিয়ায় সাম্প্রতিক পোস্ট ঘিরে উসকে উঠল সেসব জল্পনা। আর এই জল্পনার মাঝেই রাজনৈতিক মহলে উঠে এল প্রশ্ন, তাহলে তিনি কি এবার বিজেপিতে যোগদান করছেন?

প্রসঙ্গত, ফেসবুক পোস্টে দিনহাটার বিধায়ক উদয়ন গুহ জানিয়েছেন,

আমি অনেক অন্যায় করেছি
…………………………………………..
১.দিনহাটা শহরে পঞ্চায়েত নির্বাচনের সময়
গোলমাল থামাতে পারিনি
২.কলেজের ছাত্র গোলমালের দায় আমার উপর বর্তায়।
৩.দিনহাটার পুকুর গুলি নষ্ট করেছি।
৪.অনেক রাস্তা ম্যাস্টিক করে মানুষের চলাফেরার অসুবিধা করেছি।
৫.অকারনে শহরে বেশি আলো লাগিয়ে টাকা নষ্ট করেছি।
৬.ডাক্তার বাবুদের ফিজ ২৫০ টাকা বেধে দিয়েছিলাম।
৭.নার্সিং হোমে সিজার কেসের প্যাকেজ বেধে দিয়েছিলাম।
৮.দিনহাটার প্রান কেন্দ্র চৌপথি পরিস্কার ও যানজট মুক্ত করতে চেয়েছিলাম।
দিনহাটার মানুষ পছন্দ করেননি,শিক্ষা দিয়েছেন।
আমি অনুতপ্ত।

উল্লেখ্য, লোকসভা ভোটের ফল ঘোষণার পর থেকেই তৃণমূলে ভাঙন শুরু হয়েছে। আর এই সময় উদয়ন গুহর এই ধরনের পোস্ট যে অনেকটাই জল্পনা বাড়িয়ে দিল রাজনৈতিক মহলে তা বলাই বাহুল্য।