বিজেপিতে যোগদান করতে চলেছেন এবার এই বিধায়ক! ভাঙন নিয়ে চিন্তায় শাসক দল

112

ভাঙন অব্যাহত শাসক শিবিরে । অর্থাৎ গতকাল বিজেপির সদর দপ্তরে গিয়ে গেরুয়া শিবিরে নাম লেখান উত্তর ২৪ পরগনার গারুলিয়া পুরসভার ১২ জন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর সহ নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিং । আর এবার আরও একজন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করতে পারেন বলে খবর । সূত্র মারফত জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার বনগাঁ উত্তর বিধানসভার তৃণমূল কংগ্রেস বিধায়ক বিশ্বজিত দাস মঙ্গলবারই বিজেপিতে যোগদান করতে পারেন?

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের আগে ভাটপাড়ার তত্কালীন তৃণমূল কংগ্রেস বিধায়ক অর্জুন সিং বিজেপিতে যোগদান করেন, তারপর ব্যারাকপুর কেন্দ্র থকে বিজেপির হয়ে দাঁড়িয়ে সাংসদ হন অর্জুন সিং। এরপর মুকুল পুত্র তথা বীজপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক শুভ্রাংশু রায়-সহ ওই অঞ্চলের একাধিক পুরসভার কাউন্সিলররা বিজেপিতে যোগদান করেন। যারফলে বিগত কয়েকদিন ধরেই সুনীল সিংয়ের বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। কারণ, সুনীল অর্জুনের শ্যালক। আর এবার বনগাঁ উত্তর বিধানসভা অঞ্চলে তৃণমূলে ভাঙন ঘিরে একাধিক জল্পনা চলেছে। তবে এবিষয়ে খাদ্যমন্ত্রী তথা তৃণমূলের উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন তোলেন নি ।