লোকসভা ভোটের নিরিখে এগিয়ে বিজেপি, রাহুলকে জেতাতে হাবড়ায় যাচ্ছেন অমিত

92

রাজ্য সভাপতির পদ খোয়ার পাশাপাশি অতীতের নির্বাচনে পরাজিত হবার রেকর্ড ভেঙ্গেছেন রাহুল সিনহা। তবে এবারে রাহুলকে জেতাতে মরিয়া বিজেপির শীর্ষ নেতৃত্ব। অর্থাৎ হাবড়ায় প্রার্থী রাহুল সিনহার পাশে থাকছেন এবারও খোদ অমিত শাহ । আজ রাজ্যে ৩টি কর্মসূচি রয়েছে অমিত শাহর, যারমধ্যে শেষে রয়েছে হাবড়া। দেশবন্ধু পার্ক থেকে হাবড়া সুপার মার্কেট পর্যন্ত রোড-শো করার পরে তিনি স্থানীয় অনুপমা কমিউনিটি হলে বিজেপি কর্মীদের নিয়ে সাংগঠনিক বৈঠকে বসবেন তিনি, এরপর হাবড়াতেই নৈশভোজ সেরে কলকাতায় ফিরতে পারেন অমিত শাহ । এবিষয়ে রাহুল জানিয়েছেন, অমিতজি আসছেন মানে সেটা বড় পাওনা তো বটেই। অন্যদিকে, তৃণমূল প্রার্থী রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বক্তব্য, অমিত শাহ আসুন। আমার বিরুদ্ধে প্রচার করুন। কিন্তু আমি বলছি, রাহুল সিংহ এ বারও হারবেন।

উল্লেখ্য, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে কলকাতার জোড়াসাঁকো আসনে হারের পরে গত লোকসভা নির্বাচনেও কলকাতা উত্তর আসনে রাহুলকে প্রার্থী করেছিল বিজেপি। অমিত শাহ সে বারও রাহুলের সমর্থনে রোড-শো করেন। কিন্তু তাতেও লক্ষাধিক ভোটে হারেন রাহুল সিনহা। তবে এবার ভোট ফ্যাক্টর খোদ হাবড়া, কারন, লোকসভা ভোটে বারাসত আসনে তৃণমূল লক্ষাধিক ভোটে জিতলেও হাবড়ায় ১৯ হাজার ৪৫২ ভোটে এগিয়ে ছিল বিজেপি। অর্থাৎ এই কেন্দ্র থেকে এবার বিজেপির সঙ্গে যে তৃনমূলের খেলা হবে তা নিশ্চিত ভাবে বলে দেওয়া যেতে পারে।

আরও পড়ুনঃ বঙ্গ বিজেপির প্রজেক্টেড মুখ্যমন্ত্রী কি রাহুল সিনহা?

উল্লেখ্য, ২০২০ সালের ২৬ সেপ্টেম্বর বিজেপি-র যে নতুন কমিটি ঘোষণা করা হয়েছিল সেখানে মুকুল রায়কে বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি ঘোষণা করা হলেও রাহুলকে কেন্দ্রীয় সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এরপরেই রাহুল জানিয়েছিলেন, চল্লিশ বছর বিজেপি-র সেবা এবং বিজেপি-র একজন সৈনিক হিসেবে কাজ করে এসেছি। জন্মলগ্ন থেকে বিজেপি-র সেবা করবার পুরস্কার এটাই যে— তৃণমূল কংগ্রেসের নেতা আসছেন, তাই আমাকে সরতে হবে। এর চেয়ে বড় দুর্ভাগ্যের কিছু আর হতে পারে না। তবে মুকুল রায় জানিয়েছিলেন রাহুল সিনহা বিজেপির মুখ। রাহুলবাবু দু’একটা কথা বলে ফেলেছেন। সেক্ষেত্রে একটা লোকের তিরিশ বছরের রাজনৈতিক ইতিহাস কখনই একটা কথার উপর বিচার করা ঠিক নয়।আমি বিশ্বাস করি মানুষ তাঁর সঙ্গে রয়েছেন।