‘‌মানুষের মুখের খাবার কেড়ে নিয়েছেন মোদি’‌, জ্বালাময়ী বক্তৃতায় নুসরাত

189

শিশুদের সঙ্গে সেলফি, মহিলা কর্মীদের সঙ্গে খুনসুটি, প্রচারের ফাঁকে আড্ডা, সংবাদ সম্মলেন, কর্মীসভা, জনসভার মধ্যে দিয়ে চলছে বসিরহাটের তৃণমূল প্রার্থী নুসরাতের জনসংযোগ। রবিবার জনসভার শেষে সমর্থকদের আবদারে সব ক্লান্তি ভুলে গানও গাইলেন তিনি। সারাদিন হালকা মেজাজে থাকলেও সভামঞ্চে জ্বালাময়ী বক্তৃতায় নুসরাত রাজনীতির বোধকে স্পষ্ট করে দিলেন। বোঝা গেল প্রথম কয়েকদিনের তুলনায় এখন তিনি নিজেকে তৈরি করে নিচ্ছেন নির্বাচনী ময়দানে।

রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসাডর নুসরাত প্রচারে বেশি বলছেন কন্যাশ্রী প্রকল্পের কথা। তিনি বলেন, ‘‌মোদি কন্যাশ্রীকে কপি করে ‘‌বেটি বচাও বেটি পড়াও’‌ করেছে। তাতে আমাদের কটা বেটি পড়ল, আর কটা বেটি বাঁচল জানলাম না। সকলের ব্যাংক অ্যাকাউন্টে ১৫ লাখ টাকার জায়গায় ১৫ পয়সাও আসেনি। চা ওয়ালা প্রধানমন্ত্রী এক কাপ চা খাওয়ার পয়সাও দেননি। উল্টে নোটবন্দী করে মানুষের মুখের খাবার কেড়ে নিয়েছেন।

প্রার্থী হওয়ার পর নিজের কেন্দ্র সম্পর্কে এই কদিনে অনেকটাই ওয়াকিবহাল হয়েছেন নুসরাত। তিনি জানান, ইছামতীর ধারে অপূর্ব দৃশ্য আমাকে দারুণ আকর্ষণ করেছে। কলকাতার গঙ্গার পাড়ের মতো সাজানো যাবে ইছামতীর তীর। সুন্দরবন, বাংলাদেশ সীমান্তের মতো জাতীয় ও আন্তর্জাতিক বিষয় জড়িয়ে বসিরহাটের ভৌগোলিক অবস্থানের সঙ্গে।’‌

রবিবার বিকেলে মধ্যমপুর স্কুল মাঠে সভা করেন নুসরাত। সেখানে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ছিলেন। ভ্যাবলার সভায় এসেছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য।