পাঁচ দফা ভোটে ১৮০’টি আসনের মধ্যে কটা আসনে জিতল বিজেপি?

152

দেখতে দেখতে গতকাল বাংলায় পঞ্চমদফা ভোটের সমাপ্তি ঘটেছে। ২৯৪ টি আসনের মধ্যে ইতিমধ্যে ১৮০টি আসনের ভোট শেষ। আর এই ১৮০টি আসনের মধ্যে কটা আসন পাবে বিজেপি, তারই ভবিষ্যৎবানী করলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন সকালে প্রাতভ্রমনে বেরিয়ে বিজেপির এই দাপুটে নেতা জানান, ১২৫টা , একেবারে হিসেব করলে ২০০ সিট। আসলে যেরকম চেয়েছিলাম, সেভাবেই ভোট হচ্ছে। ওরা নির্বাচন ছেড়ে দিতে চাইছে। বলছে, একসঙ্গে ভোট করেও দাও, আমরা সভা করব না। আসলে সভা করতে গেলে খরচা আছে, বক্তা লাগবে, নেতা লাগবে, কেউ বেরোচ্ছে না। তাই এখন এসব বলছে। রেজাল্ট হয়ে গিয়েছে ম্যাচের। কিন্তু, ম্যাচের সময় তো পুরো করতে হবে। সেটা আমরা করে দেব।

এদিকে, রবিবার তেহট্টের সভায় বিজেপিকে নিশানা করে মমতা বন্দ্যেপাধ্যায় বলেন, ‘করোনা নিয়েই হাওড়ার এক বিজেপি প্রার্থী প্রচার করেছেন। দিল্লির নেতারা করোনা আক্রান্তদের নিয়ে প্রচার করছেন। বহিরাগতদের নিয়ে প্রচারে করোনা ছড়াচ্ছেন বিজেপি নেতারা। তিনি আরও জানান দফা কমালে এভাবে করোনা ছড়াত না। তৃণমূল একদফায় ভোট চেয়েছিল। বিজেপির কথা শুনে প্রচারের দিন কমিয়েছে কমিশন। কিন্তু, ভোট একদফায় শেষ করল না।