অবশেষে স্বপ্ন পূরণ! দীনেশের বিরুদ্ধে বিজেপি প্রার্থী হচ্ছেন অর্জুন সিং?

81

বিজেপিতে এখনও যোগদান করেননি ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিং! কিন্তু কিছুক্ষণের মধ্যেই যোগদান করতে চলেছেন বলে সূত্র মারফত জানা গিয়েছে। তবে বিজেপিতে গিয়ে তাঁর যে স্বপ্ন পূরণ হবে সেব্যাপারে নিশ্চিত রাজনৈতিক মহলের একাংশ। কারন, লোকসভা নির্বাচনে ব্যারাকপুর কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে লড়তে চেয়েছিলেন অর্জুন সিং। কিন্তু তার বদলে বর্তমান সাংসদ দীনেশ ত্রিবেদীকেই ফের টিকিট দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর একারনেই তিনি নাকি তৃনমূল ছেড়ে বিজেপিতে যোগদান করছেন এই হেভিওয়েট নেতা । তবে বিজেপিতে যোগদানের আগেই বিজেপি সূত্রের খবর মিলেছে, ব্যারাকপুরে দীনেশ ত্রিবেদীর বিরুদ্ধে গেরুয়া শিবিরের প্রার্থী হতে চলেছেন অর্জুন ।

এদিকে, কিছুদিন আগে অর্জুনের ঘনিষ্ঠ সূত্র দাবি করেছিলেন, ইদানিং দলের প্রতি অর্জুনের নাকি অভিমান হয়েছে। কারন, গত দুটি লোকসভায় অর্জুনের এলাকা থেকে প্রার্থী হয়েছেন দীনেশ ত্রিবেদী। তাই দলের একাংশের মধ্যে অর্জুন বারবার বলেছেন, এক জন বহিরাগতকে জেতাতে বারবার পরিশ্রম করব কেন? সারা বছর ধরে সংগঠন করি আমরা, আর ভোট এলে প্রার্থী কিনা দীনেশ?