আগামী ৪ দিন রাজ্যজুড়ে চলবে বিক্ষিপ্ত বৃষ্টি!

56

ঘর থেকে বেরচ্ছেন তবে এবার থেকে সঙ্গে রাখুন ছাতা ও বর্ষাতি। কারন, আলিপুর আবহওয়া দপ্তরের সূত্র মারফত জানা গিয়েছে, পশ্চিমি ঝঞ্ঝার জেরে আগামী চার দিন রাজ্যজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা প্রবল। উল্লেখ্যে, আজ বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৮ ডিগ্রি বেশি। এদিকে, সকাল থেকেই মেঘলা আকাশ।

পশ্চিমি ঝঞ্ঝার জেরে আজ কলকাতা সহ দক্ষিনবঙ্গে বজ্র-বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বাঁকুড়া,পুরুলিয়া বীরভূম, দুই বর্ধমান, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা বেশি বলে সূত্র মারফত জানা গিয়েছে ।