লোকসভা ২০১৯’শে অনুব্রতকে দুচোখে ভরসা করতে পারছেন না শতাব্দী?

অনুব্রত মন্ডলের সঙ্গে মতবিরোধ বহু দিন থেকেই।কখনো জেলা সভাপতি অনুব্রত তাঁর বিরুদ্ধে কথা বলেন।আবার কখনো সাংসদ শতাব্দী।২০১৯ লোকসভায় ফের টিকিট পেয়েছেন শতাব্দী রায়।বীরভূমের জেলা সভাপতি গত লোকসভা নির্বাচনে গুর বাতাসার নিদান দিয়েছিলেন।পঞ্চায়েত নির্বাচনে উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে থাকবে।শতাব্দী রায়কে প্রশ্ন করা হলে এই রকম কোনো দাওয়াই ভরসা রাখেন?উত্তরে শতাব্দী দেবী জানান,”আমি মমতা ব্যানার্জির দাওয়াইয়ে ভরসা রাখি।মমতা ব্যানার্জি এমন ওষুধের নাম যাতে মানুষের শরীর ভালো হয়ে যায়।মমতা ব্যানার্জি এখন এমন ওষুধ বাংলার মানুষ ভরসা করে।মমতা ব্যানার্জি এমন এক নাম যাকে গোটা ভারতবর্ষ ভয় করে।”
এমতাবস্থায় রাজনৈতিক মহলের একাংশ বলছে,যে তবে কি অনুব্রতকে দুচোখে ভরসা করতে পারছেন পা শতাব্দী?

প্রসঙ্গত, তৃণমূল দলনেত্রী অনুব্রত মন্ডলকে ভালো সংগঠক বলে সার্টিফিকেট দিলেও এই দোর্দণ্ডপ্রতাপ বিরুদ্ধে অনেকবারই মুখ খুলতে শোনা গিয়েছে তাঁর ই জেলার মহিলা সাংসদ তথা অভিনেত্রী শতাব্দী রায়ের মুখ থেকে।তাঁরই কারনে অনুব্রত মন্ডল মুখ্যমন্ত্রীর কাছে দরবার করেছিলেন ২০১৯ লোকসভায় তাঁকে যেন আর টিকিট দেওয়া না হয়।কিন্তু এবার ও তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জি শতাব্দীর রায়ের উপর আস্থা রাখলেন।