লোকসভা ২০১৯’শে মৌসমের বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন এবার এই হেভিওয়েট নেতা!

115

লোকসভা নির্বাচনের নিঘন্ট বেজে গিয়েছে। সেদিকে তাকিয়েই কিছুদিন আগেই প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃনমূল ও বামফ্রন্ট। শুধুমাত্র বাকি রয়ে গিয়েছে বিজেপি ও কংগ্রেসের। কিন্তু অভাস পাওয়া যাচ্ছে কে কোন কেন্দ্র থেকে লড়তে চলেছেন? তবে এবার উত্তর মালদার লড়াইটা হবে ইকটু অন্যদের থেকে আলাদা। কারন কিছুদিন আগে তৃণমূলে যোগ দেন মালদহ উত্তর কেন্দ্রের কংগ্রেস সাংসদ মৌসম বেনজির নুর। এমনকি প্রার্থী তালিকা প্রকাশের দিনই তৃনমূল সুপ্রিমো স্থির করছেন এবার তৃণমূলের হয়ে উত্তর মালদা থেকে লড়বেন মৌসম বেনজির নুর।

অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি সৌমেন মিত্রও স্থির করে ফেলেছেন মৌসম বেনজির নুরের বিরুদ্ধে প্রার্থী হবেন গনি পরিবারেরই সদস্য ডালু-পুত্র কংগ্রেস বিধায়ক ! আর এবিষয়ে সৌমেন বাবুকে ফোন করা হলে, সৌমেন বাবু আমাদেরকে জানান, তোমাদেরকে আগেই জানিয়েছি, মৌসম না বলে দলবদল করেছে, সেটা আমাদের কাছে অনেক দুঃখের হলেও আমরা উত্তর লোকসভা কেন্দ্রের জন্য প্রার্থীর নাম ঠিক করেছে ফেলেছি, অর্থাৎ তিনি আর কেউ নন তিনি,ডালুবাবুর ছেলে ঈশা খান চৌধুরি।

উল্লেখ্যে, বর্তমানে সুজাপুরের বিধায়ক ঈশা। ফলে এবার মৌসমের বিরুদ্ধে কংগ্রেসের প্রার্থী হচ্ছেন ডালুবাবুর ছেলে । এদিকে এবিষয়ে ঈশা জানিয়েছেন, রাজনৈতিকভাবে মোকাবিলা হবে। তবে মৌসমের দলত্যাগে পারিবারিক সম্পর্ক অটুট থাকবে ।