সপ্তাহে ৩’দিন স্কুল করবে ছাত্রীরা, আর বাকি ৩’দিন ছাত্ররা!

103

তিন দিন স্কুল করবে ছাত্ররা, বাকি তিন দিন ছাত্রীরা, মালদহের হাবিবপুরের গিরিজা সুন্দরী বিদ্যালয়ের এই ঘটনা শুনে চমকে যাচ্ছেন অনেকেই। স্কুলের ছাত্রদের বিরুদ্ধে ছাত্রীদেরকে কটূক্তির অভিযোগ রয়েছে। ছাত্রীরা এ ব্যাপারে অভিযোগ জানিয়েছে শিক্ষকদের কাছে। আর এই অভিযোগ পেয়ে সমস্যার সমাধান করার জন্য আজব সিদ্ধান্ত নিয়েছে কতৃপক্ষ। তারা কাউকে কিছু না জানিয়ে, শিক্ষা দপ্তরের অনুমতি ছাড়াই ঠিক করে ফেলেন যে, সপ্তাহের মধ্যে তিন দিন স্কুল করবে ছাত্ররা এবং বাকি তিন দিন স্কুল করবে ছাত্রীরা।

সমস্যার সমাধানে শিক্ষকদের এই আজব সিদ্ধান্তে নড়েচড়ে বসেছে রাজ্যের শিক্ষা দপ্তর। স্কুল কতৃপক্ষের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক শুরু এয় গেছে। অনেকেই এর কড়া সমালোচনা করছেন। এ ঘটনায় রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, তুঘলকি সিদ্ধান্ত নিয়েছে মালদহের স্কুল। বেআইনি কাজ করেছে স্কুল কর্তৃপক্ষ। এদিকে শিক্ষা দপ্তরকে পুরো ঘটনা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তবে এই রকম ঘটনা আগে কখনো কোনো স্কুলে ঘটতে দেখা যায়নি।