শক্তিবৃদ্ধি করল তৃণমূল ! অনুব্রতর হাত ধরে তৃণমূলে যোগদান করলেন কংগ্রেসের এই হেভিওয়েট নেতা

লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষনা হয়েছে গিয়েছে ইতিমধ্যে।আর এদিকে কংগ্রেস ছেড়ে শাসক দলে নাম লেখালেন কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি।

উল্লেখ্য,গতকাল সিউড়ি রবীন্দ্রসদনে অনুব্রত মণ্ডলের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নিয়ে আনুষ্ঠানিকভাবে শাসক দলে যোগদান করলেন বীরভূমের প্রাক্তন কংগ্রেস জেলা সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি। তৃণমূলে যোগ দিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলের ভূয়সী প্রশংসা করেন তিনি। বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে শামিল হতে এবং দক্ষ ও যোগ্য জেলা সভাপতির অধীনে কাজ করতেই এই দল পরিবর্তন। দল পরিবর্তনের ভালো পুরস্কার পেলেন জিম্মি সাহেবও। এদিন দলের জেলা সংখ্যালঘু সেলের চেয়ারম্যানের পাশাপাশি জেলা সহসভাপতির পদও তাঁকে দেওয়া হয়। যদিও এই দলবদলে কোনও ক্ষতি হবে না বলে দাবি করেছেন জেলা কংগ্রেস সভাপতি সঞ্জয় অধিকারী।

আর এদিকেে  অনুব্রত বাবুু বলেন ,  আমি  যেমন দলের সৈনিক তেমনি আরও একজন সৈনিককে পেলাম। তাঁকে জেলার সহসভাপতি করা হয়েছে। সেই সঙ্গে সংখ্যালঘু সেলের চেয়ারম্যানও করা হয়েছে।
শাসক দলে যোগ দিয়ে সৈয়দ সিরাজ জিম্মি বলেন, এখন রাজ্যের সবচেয়ে বড় বিপদ বিজেপি। কংগ্রেস ৮ শতাংশ ভোটব্যাঙ্ক নিয়ে রাজ্যে বিজেপিকে ঠেকাতে পারবে? কিন্তু, তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায় পারবেন। তাঁর প্রকল্প বিশ্ব মঞ্চে সমাদ্রিত। তৃণমূল যা সম্মান আমাকে দিল তাতে আমি অভিভূত। আমরা গর্ব করে বলতে পারি এখানে এমন একজন জেলা সভাপতি আছেন যিনি যেকোনও প্রান্তে দাঁড়িয়ে গেলে তাঁকে দেখতে লোকজড়ো হবে, এতটাই তাঁর জনপ্রিয়তা।