বাংলায় এনআরসির বদলে হবে এনবিসি, ঘোষণা মমতার

110

আজ মালদায় মৌসম বেনজির নূরের হয়ে সামসিতে জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এবং সেই জনসভা থেকে মোদিকে ফের একবার একহাত নেন তিনি। মমতা বলেন, বাংলায় এনআরসি হবে না। এনবিসি- ন্যাশনাল বিদায় সার্টিফিকেট হবে বিজেপির।
সম্প্রতি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন মৌসম বেনজির নূর। এদিন তাঁর হয়ে প্রচারে জনসভায় মমতা বলেন, ‘মৌসম কংগ্রেস ছেড়ে ভাল করেছে। কারণ কংগ্রেস ও বিজেপি বাংলায় আঁতাত করছে।’ তৃণমূল নেত্রী আরও বলেন, ‘আপনারা মৌসমকে জেতান। কথা দিচ্ছি, মৌসম জিতলে উত্তর মালদার ওপর বিশেষ নজর দেওয়া হবে।’ প্রসঙ্গত, উত্তর মালদাকে কংগ্রেসের গড় হিসেবেই ধরা হয়। তৃণমূল সুপ্রিমো দাবি করেন, মুর্শিদাবাদের বহরমপুর ও জঙ্গিপুরে কংগ্রেসের হয়ে কাজ করছে আরএসএস। মালদায় মৌসমের বিরুদ্ধে বিরোধীরা অপপ্রচার চালাচ্ছে বলেও মমতা অভিযোগ করেন। বরকত চৌধুরীর পরিবারের মেয়ে হয়েও কীভাবে মৌসমের বিরুদ্ধে অপপ্রচার চলছে তা নিয়ে প্রশ্ন করেন মমতা।

বিজেপিকে দিল্লির গদি থেকে সরাতে প্রথম থেকেই এককাট্টা তৃণমূল নেত্রী মমতা। এরজন্য বিরোধীদের একজোট করতেও পিছপা হননি তিনি। বৃহস্পতিবার সামসির সভাতেও মমতার গলাতেও একই সুর। তৃণমূল নেত্রী বলেন, ‘মোদির সরকার স্বৈরাচারী ও বেকারত্বের সরকার। ওঁদের দেশ ভাঙতে দেব না। জাতীয় স্বার্থেই দিল্লিতে বাংলাকে দরকার।’