তৃনমূলে যোগদান না করে, তৃনমূলকে’ই কাছে রাখতে চাইছে মৌসম বেনজির নুর!

202

বেশ কয়েকমাস আগে সোশ্যাল মিডিয়ায় জল্পনায় ছেয়ে গিয়েছিল তৃনমূলে যোগদান করতে চলেছেন মালদা জেলা কংগ্রেস সভানেত্রী মৌসম বেনজির নুর। কিন্তু অবশেষে তা গুজবে পরিনত হয়, অবশেষে জানিয়ে দেন কংগ্রেসেই থাকবেন তিনি। আর এবার জানিয়ে দিলেন কংগ্রেসে থেকেই আগামী লোকসভা নির্বাচনে বিজেপি-কে আটকাতে তৃণমূলের হাত ধরবেন তিনি।। অর্থাৎ বিজেপি-কে আটকাতে তৃণমূলের সাথে রাজ্যে জোট চায় মালদা জেলা কংগ্রেস নেতৃত্ব। এবিষয়ে তিনি বলেন, কেবল মালদা জেলা বা এই রাজ্যে নয় সারা দেশেই বিজেপির বিরুদ্ধে মহা জোট হচ্ছে। আমরাও চাই এই রাজ্যে বিজেপিকে আটকাতে কংগ্রেসের সাথে তৃণমূলের জোট হোক।
এদিকে গত মঙ্গলবার সূর্যকান্ত মিশ্রের বন্ধুত্ব বার্তায় সাড়া দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। সোমবার বিজেপিকে আটকাতে প্রয়োজনে কংগ্রেসকে ভোট দেওয়ার কথা বলেন সিপিএম রাজ্য সম্পাদক। স্বাগত জানিয়ে আজ প্রদেশ কংগ্রেস সভাপতি বললেন আলিমুদ্দিনের বার্তা পৌঁছে দেবেন তুঘলক রোডে। তবে এবিষয়ে এই জোট বার্তা-কে কটাক্ষ করেছেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক সুদীপ্ত চ্যাটার্জি। তিনি বলেন কংগ্রেস অস্তিত্বহীন হয়ে পড়েছে আর সেই কারণেই এই সব অনৈতিক জোট করার চেষ্টা করছে। যতই জোট করুক বিজেপিকে আটকাতে পারবেনা।