ডায়মন্ড হারবার নয়! ২০১৯ লোকসভায় এবার এই কেন্দ্র থেকেই লড়বেন অভিষেক?

51

একদিকে যেমন দেখতে দেখতে পেরিয়ে যাচ্ছে বছরটা, ঠিক তেমনি অপরদিকে এগিয়ে আসছে ২০১৯ লোকসভা নির্বাচন, আর এই নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গের বর্তমান শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বিভিন্ন বিরোধী দল গুলি মাঠে নেমে পড়েছে। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। মূলত, এবারের নির্বাচনে সবচেয়ে নজরকাড়া দিক হল তৃণমূল ও বিজেপির লড়াই। আর এদিকে তাকিয়েই আসন বদলানো হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের? এমনটাই শোনা যাচ্ছে সুত্রের মাধ্যমে। অর্থাৎ তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দাঁড় করানো হচ্ছে না ডায়মন্ড হারবার থেকে? তবে তৃণমূলের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা এ নিয়ে এখনও হয়নি।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অভিষেক ‘স্টার প্রচারক’ হবার কারনেই এবার থেকে শুধুমাত্র নিজের কেন্দ্রে সীমাবদ্ধ থাকতে পারবেন না। আসলে তাঁকে গোটা রাজ্য চষে বেড়াতে হবে। সে কথা মাথায় রেখেই অভিষেকের জন্য আরও ‘নিরাপদ’ আসনের কথা ভাবা হচ্ছিল বলে তৃণমূলের সূত্রের খবর। সাথেই সেই ‘নিরাপদ’ আসন চিহ্নিতও হয়ে গিয়েছে। সেটি হল দক্ষিণ কলকাতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের খাসতালুক। শুধু তাই নয় আরও জানা গিয়েছে, ওই কেন্দ্রের বর্তমান সাংসদ সুব্রত বক্সির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি নিজেই কথা বলেছেন?
প্রসঙ্গত, ২০১৪ সালের লোকসভা নির্বাচনে সুব্রত বক্সি দক্ষিণ কলকাতা থেকে জয়ী হন ১ লক্ষ ৩৬ হাজারের কিছু বেশি ভোটে, তাঁর প্রাপ্ত ভোটের পরিমাণ ছিল ৩৭ শতাংশেরও কম। আর এদিকে অভিষেক ডায়মন্ড হারবার আসন থেকে লড়ে ৭১ হাজারের কিছু বেশি ভোটে জয়ী হন। প্রাপ্ত ভোটের পরিমাণ ছিল ৪০.৩১ শতাংশ।