অনেক গুন্ডাকে সোজা করেছি আমি, বিজেপিকে হুঁশিয়ারি শুভেন্দুর

40

বিজেপিকে হুঁশিয়ারি দিলেন জেলার পর্যবেক্ষক তথা রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী।আজ ঝাড়গ্রামের নয়াগ্রাম ব্লকের বড়ডাঙ্গায় তৃণমূল কংগ্রেসের জনসভা থেকে শুভেন্দু অধিকারী বলেন,”আর একবার বাড়ি তো দূরের কথা ,বাড়িতে ঢিল ছোঁড়ার ক্ষমতা দেখা।অনেক গুন্ডাকে সোজা করেছি আমি।পেচি মস্তানদের সোজা করতে বেশি সময় লাগবে না।আমি লক্ষন শেঠের মতো বড় গুন্ডাকে সোজা করেছি আপনারা জানেন।নন্দীগ্রামে ৪১জনকে খুন করেছিল।আমি কিষেনজির মতো গুন্ডা কে জঙ্গলমহল ছাড়া করেছি।লক্ষন শেঠকে জব্দ যিনি করতে পারেন,সুশান্ত ঘোষকে গড়বেতা ছাড়া করতে পারেন,ডালিম পাণ্ডে, অনুজ পাণ্ডেকে জেলের ঘানি যিনি কাটাতে পারেন,কিষেনজিকে যিনি আউট করতে পারেন তাঁর কাছে পেচি মস্তানদের সোজা করতে বেশি সময় লাগবে না।”

অন্যদিকে, লোকসভা নির্বাচনের ফলাফলের পর থেকেই শাসক শিবিরে ভাঙন অব্যাহত।কিন্তু মাসখানেক ধরে উল্টো পূরান ঘটছে।অর্থাৎ শাসক দলে ফিরছেন নেতা সহ কর্মীরা।ফের শুভেন্দু অধিকারীর জনসভায় বিজেপি ছেড়ে তৃণমূলে এলেন শতাধিক কর্মী সমর্থক।উল্লেখ্য,আজ,রবিবার ঝাড়গ্রামের নয়াগ্রাম ব্লকে তৃণমূলের জনসভায় এসে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন নয়াগ্রাম ব্লকের শতাধিক কর্মী সমর্থক।এদিন তাঁদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন জেলার পর্যবেক্ষণ তথা রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী।জেলা তৃণমূলের সভানেত্রী বীরবাহা সরেন(টুডু) independent24x7 কে জানান,”আমাদের দল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন ওই কর্মী সমর্থকরা।কিন্তু পরে নিজেদের ভুল বুঝতে পেরে মমতা ব্যানার্জির কর্মযজ্ঞে সামিল হতে ফের তৃণমূলে যোগদান করলেন।”

এদিন জনসভায় উপস্থিত ছিলেন জেলার পর্যবেক্ষক তথা রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী।জেলা তৃণমূলের সভানেত্রী বীরবাহা সরেন( টুডু),বিধায়ক দুলাল মুম্মু,
নয়াগ্রাম ব্লকের সভাপতি উজ্বল দত্ত সহ প্রমুখ নেতৃবৃন্দ।