বিজেপিকে তুলোধুনো করতে ছাড়লান না পার্থ চট্টোপাধ্যায়, ঝাড়গ্রামে এসে ইঁটের জবাবে পাটকেল ছুঁড়ে গেলেন

ঝাড়গ্রামে আদিবাসী নৃত্য,সঙ্গীত ও বাদ্যযন্ত্র বাদনের প্রতিযোগিতামূলক বার্ষিক অনুষ্ঠানে যোগদিতে এসে আজ রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়  বিভিন্ন রাজ্যে বিজেপির খারাপ ফলনিয়ে কড়া সমালোচনা করলেন।
এ  বিষয়ে মন্তব্য করতে গিয়ে পার্থবাবু বলেন, সবাইকে বলি শান্তি রাখতে হবে ভেঙে হবেনা যারা ভাঙতে চেয়েছিল তারা গতকাল থেকে গুরিয়ে যাচ্ছে। বিজেপির জন বিরোধী নীতি,গায়ের জোরের নীতি কেন্দ্রীয় সংস্থা গুলিকে দল দাসে পরিনত করা গায়ের জোর সাধারন মানুষের কৃষকের,বেকার যুবক থেকে শুরু করে সব জায়গায় দুর্বিসহ করা এমনকি রান্না ঘরেও আগুন লাগিয়ে দিয়েছে তারই ফল হয়েছে। মানুষের কন্ঠ তো জোর করে চেপে রাখা যায়না। ২০১৯ পর্যন্ত বিজেপির কি হয় সেটা দেখুন।’
পাপড়ি টাপড়ি ছড়িয়ে কিছু লাভ নেই, অনেক গোলা গুলি চালিয়েছে কিন্তু তারা লাভ করতে পারেনি মানুষ চায় শান্তি,সম্প্রীতি সংহতি একসঙ্গে থাকতে একসঙ্গে বাঁচতে একসঙ্গে উন্নয়নের স্বাদ বহন করতে। মুখ্যমন্ত্রীর এই চেষ্টা কে বিশ্ববাংলায় পরিনত করবার লক্ষে সদা জাগ্রত থাকি ,পাশে থাকি।’
পার্থবাবুর এই বার্তায় রাজ্য বিজেপির