পার্শ্ব শিক্ষকদের ওপর স্বেচ্ছাচারিতা! অবশেষে মাঠে নামছে পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ…

72

আজ একই সঙ্গে ৩৩ জন পার্শ্ব শিক্ষককে ট্রান্সফারের নির্দেশ দিলেন জলপাইগুড়ি জেলার ডিপিও সাহেব। উল্লেখ্যে, প্রত্যেকের বাড়ি থেকে ১০থেকে কুড়ি কিলোমিটার দূরে তাদেরকে জয়েন করার নির্দেশ দিয়েছেন ডিপিও সাহেব। আর এরই প্রতিবাদে আগামী সোমবার ডিপিও অফিস ঘেরাওয়ের ডাক দিল পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ । এবিষয়ে সংগঠনের রাজ্য আহবায়ক ভগিরথ ঘোষ জানান, এ ধরনের স্বেচ্ছাচারিতা মেনে নেওয়া যাবেনা।যাদের প্রয়োজন তাদের বাদ দিয়ে,নিয়ম নীতি উপেক্ষা করে বদলি করার রদ করতে হবে নইলে রাজ্য জুড়ে প্রতিবাদ হবে। পার্শ্ব শিক্ষকদের নিয়োগ হয়েছিল স্থানীয় স্কুলের ভিত্তিতে, হাউস রেন্ট দেওয়া হয় না আমাদের কোন হাউস রেন্ট, টি এ দেওয়া হয় না। তাহলে কেন এই ট্রান্সফার প্রথা। বদলি যদি করতে হয় তাহলে সার্বিক আইন এনে বদলি করা হোক।