পুলিশের থেকে সাংবাদিকেরা বেশি খবর রাখেন, বললেন মুখ্যমন্ত্রী

80

এবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরকন্যার অডিটোরিয়ামে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে শিলিগুড়ির পুলিশ কমিশনারকে মঞ্চে বসিয়েই পুলিশকর্মীদের পরামর্শ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, পুলিশের চেয়ে সাংবাদিকেরা বেশি খবর রাখেন, কারণ অনেক ক্ষেত্রেই অনেক খবর আইবি ও এসবি-র চাইতে সাংবাদিকদের কাছে আগে চলে যায়। তাই তাদের সঙ্গে ভালো সম্পর্ক থাকলে বড় ধরনের গোলমাল আটকানো যেতে পারে। তাই পুলিশকে সাংবাদিকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখা অবশ্যই জুরুরি। পাশাপাশি সাংবাদিকদের ভালো কাজের জন্যে পুরস্কৃত করারও নির্দেশ দেন পুলিশকে। একই মঞ্চ থেকে এদিন বিজেপির বিরুদ্ধেও তোপ দাগেন মমতা। তেলের দাম কমানোর প্রসঙ্গে তিনি বলেন, “আগে কেন্দ্র তেলের দাম ১০ টাকা কমাক। তারপর আমাদের বলতে আসুক। শুধু বিজেপি শাসিত রাজ্যকে টাকা দিয়ে আবার বড় বড় কথা বলেন তাঁরা।” বিজেপি লোকসভা ভোটের আগে টাকার প্যাকেট নিয়ে ঘুরছে বলেও দাবি করেন তিনি।

গত বুধবার তিন দিনের উত্তরবঙ্গ সফরে শিলিগুড়িতে আসেন রাজ্যের প্রশাসনিক প্রধান। ওইদিন গাজোলডোবায় মেগা টুরিজম হাব ‘ভোরের আলোর’ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। ওই মঞ্চ থেকেই পুলিশের বিরুদ্ধে সরব হন তিনি। সেখানে মুখ্যমন্ত্রী বলেছিলেন, “পুলিশের ঘরে বসে সময় কাটানোর দিন শেষ। কোনও ওসি নিজের এলাকা শান্ত রাখতে না পারলে তাঁর ওসি থাকার প্রয়োজন নেই।” পাশাপাশি তিনি জমি মাফিয়াদের সঙ্গে পুলিশের যোগ থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।