১৯১২’তে এসে আমি এই সার্কিট বেঞ্চের শিলান্যাস করে গিয়েছিলাম – মমতা বন্দ্যোপাধ্যায়

278

যতদিন যাচ্ছে সন তারিখের গোলক ধাঁধায় পরছেন তাঁর স্রোতারা যেমন আজ পড়লেন । উল্লেখ্যে, আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন হল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি । আর জলপাইগুড়ি এই সার্কিট বেঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানে ফের একবার মুখ্যমন্ত্রীর মুখ থেকে বেরিয়ে এল ভুল শব্দ। অর্থাৎ তিনি জানান, উত্তরবঙ্গের মানুষের আক্ষেপ ছিল এখানে কেন তেমন কিছু নেই। তাই আমরা বেঙ্গল সাফারি পার্ক করে দিয়েছি, মেডিকেল কজেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, উত্তরকন্যা ও একটা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম করে দিয়েছে। তবে আজ উওরবঙ্গের মুকুটে একটা বড় অলঙ্কার জুটল, কারন একটা সার্কিট বেঞ্চ চারটি খানি কথা নয় ।কারন কলকাতা হাইকোর্টের যে সার্কিট বেঞ্চটি উদ্বোধন হল, তা সবাই ইতিহাস বলছে। কিন্তু কেন বলছেন জানেন, আসলে এই সার্কিট বেঞ্চ তৈরি করার ভাবনা হয়েছিল ১৯৮৮ সালে । আর দেখুন তৈরি হতে কত বছর লাগল। অর্থাৎ ১৯১২ সালে আমি এর শিলান্যাস করে গিয়েছিলাম। তবে শেষমেশ বলব যার সব ভালো তাঁর শেষ ভালো।

উল্লেখ্যে, এদিনের অনুষ্ঠানেও কেন্দ্রের বিরুদ্ধে খোঁচা দিতে ছাড়েননি মমতা। বলেন, “রাজ্যে ৮৮টি ফাস্ট ট্র্যাক কোর্ট রয়েছে। তার মধ্যে ৫৫টি মহিলাদের জন্য। কিন্তু কেন্দ্র এই কোর্টগুলির সমস্ত টাকা বন্ধ করে দিয়েছে। আমরা রাজ্য সরকারের খরচায় এগুলি চালাচ্ছি ।

প্রসঙ্গত কিছুদিন আগে উৎকর্ষ বাংলার অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন পৃথিবীতে ১১৪০ টা দেশ রয়েছে । যার মধ্যে ৫টা দেশে এসে দাঁড়িয়েছে উৎকর্ষ বাংলা ।