৪৮ ঘন্টা কাটতে না কাটতেই ফের ভাঙন তৃণমূল কংগ্রেসে! বিনিময়ে অক্সিজেন পেল বিজেপি

গত ৭ তারিখে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনাতে হাজারের বেশি কর্মী সমর্থক তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিল । আর তার ঠিক ৪৮ ঘন্টা কাটতে না কাটতেই ফের ভাঙন দেখা দিল তৃণমূল কংগ্রেসে। এবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন শতাধিক কর্মী। এই গ্রাম পঞ্চায়েতের সব আসন দখল করেছিল তৃণমূল। কিন্তু শোনা যাচ্ছে গোষ্ঠীদ্বন্দ্বের জন্যই এমন মাশুল গুনতে হল হল শাসক দলকে।
মূলত,বিজেপি সহ সভাপতি প্রদীপকুমার সরকার ও ব্লক সভাপতি সনাতন কর্মকার তাদের হাতে গেরুয়া পতাকা তুলে দেন। এবিষয়ে তৃণমূলে ভাঙন ধরিয়ে বিজেপি সহ সভাপতি বলেন, লোকসভা ভোটোর আগে বিজেপির ক্ষমতা বাড়ল এই যোগদানের ফলে। তৃণমূলের বড় নেতা যোগ না দিলেও, নিচুতলার কর্মীরা যে দল বদলাচ্ছে, তাতে অক্সিজেন পাচ্ছে বিজেপি।