অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সততা’ নিয়ে এবার প্রশ্ন তুললেন দলেরই বিধায়ক শুভ্রাংশু রায়!

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সততা নিয়ে একটি চিঠির মাধ্যমে প্রশ্ন তুললেন মুকুল পুত্র শুভ্রাংশু রায়। মূলত এই বিষয়ে বিস্তারিত জানতে হলে যেতে হবে এবছরের আগস্ট মাসে, অর্থাৎ ১১ অগাস্ট, বিজেপি কলকাতার মেয়ো রোডে একটি জনসভা করে, যেখানে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। এবং ওই সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সিন্ডিকেট চালানো নিয়ে অভিযোগ তোলেন তিনি। তিনি জানান, কেন্দ্রের তরফে রাজ্যকে ৩ লাখ ৫৯ হাজার কোটি টাকা অনুদান দেওয়া হয়েছিল। কিন্তু রাজ্য সরকারের তরফে তা অপব্যবহার করা হয়েছিল। এবং সেই বেআইনি কাজে জড়িত অভিষেক।
উল্লেখ্য,অমিত শাহের ওই মন্তব্যের পরে তাঁকে চিঠি দিয়ে নিঃস্বার্থ ক্ষমা চাইতে বলেন অভিষেক। ক্ষমা না চাইলে মানহানির মামলারও হুমকি দেওয়া হয়।
আর এবার অমিত শাহের ওই অভিযোগের সত্য-মিথ্যা জানতে অভিষেককে চিঠি লিখেছেন শুভ্রাংশু। যেখানে অভিষেকের সততা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

ছবি সৌজন্যে- এনাডু বাংলা

প্রসঙ্গত, ইংরাজিতে লেখা ওই চিঠির অনুবাদ করলে দাঁড়ায় তা হল, “মেয়ো রোডে ১১ অগাস্ট বিজেপির তরফে একটি সভা ডাকা হয়েছিল। সেখানে আপনার বিরুদ্ধে বেশ কিছু অবৈধ কাজকর্ম চালানোর অভিযোগ তোলা হয়। যা বেশ কিছু সংবাদ পত্রে প্রকাশ হয় ও টেলিভিশনে সম্প্রচার করা হয়। অমিত শাহ বলছেন, কেন্দ্রের অনুদানের ৩ লাখ ৫৯ হাজার কোটি টাকা আপনি অপব্যবহার করেছেন।…এসবকিছুর পর আমার মনে হয় আপনি ওই কাজকর্মের সঙ্গে যুক্ত থাকতে পারেন।…আপনি আমাকে জানান অমিত শাহের তোলা ওই অভিযোগ সত্যি কি না। আপনার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছি।”
এদিকে এই চিঠির সত্যতা জানতে এক সংবাদমাধ্যম থেকে মুকুল পুত্র শুভ্রাংশুকে ফোন করা হয়েছিল, এই বিষয়ে তিনি জানান, “চিঠি অনেক আগেই দিয়েছিলাম। বিস্তারিত মনে নেই কী বলেছিলাম।” কিন্তু “এই ব্যাপারে ও আমাকে কী জানিয়েছে আমি বলব না। এটা ব্যক্তিগত ব্যাপার।”