২০১৯ লোকসভায় এই চারটি আসনে বিজেপি প্রার্থী দিলে হেরে যাবে ! এবার জানুন ..

২০১৯ লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপি ২২টি আসন দখল করার জন্য মরিয়া হয়ে উঠেছে। শতচেষ্টা করলেও বিজেপি যে ৪টি আসনে জিততে পারবে  না । দেখে নিন সেই আসনগুলি …

১) তমলুক
——-
রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর একেবারে খাস তালুক।এখন শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারী উপনির্বাচনে জিতে সাংসদ হয়েছেন। একসময় সিপিএমের হেভিওয়েট নেতা ছিলেন লক্ষ্মন শেট। বিজেপিতে লক্ষ্মণ শেঠ বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে এই অঞ্চলে বিজেপির শক্তিবৃদ্ধি হয়েছে।তবে এখন সিপিএম এই জায়গায় দ্বিতীয় স্থানে রয়েছে।বিজেপি কোনো ভাবে তৃণমূলের উপর চাপ সৃষ্টি করতে পারবে না বলে দাবি করেছে রাজনৈতিক মহল।

২)ডায়মন্ড হারবার
————
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জির কেন্দ্র।এখানে সিপিএম ২য় স্থানে রয়েছে।বিজেপি নেতা মুকুল রায় যতই চেষ্টা করুন,এই কেন্দ্রে তৃণমূলকে হারানো খুবই কঠিন।

৩)কাঁথি
—–
শিশির অধিকারীর গড় নামে পরিচিত। এই কেন্দ্র দীর্ঘদিনের সাংসদ শিশির অধিকারী। এই কেন্দ্র বিজেপি জেতার কোনো লক্ষণ নেই।

৪) ঘাটাল
——-
অভিনেতা দেবের কেন্দ্র । এখানে খুব জনপ্রিয় সাংসদ হিসেবে পরিচিত দেব (দীপক অধিকারী ) । এখানে বিজেপির তেমন ভোটার নেই । বিজেপি এখানে কোনো দাঁত খোঁচাতে পারবে না।