বিজেপিতে মোহভঙ্গ, ফের তৃনমূলে ফিরলেন এই হেভিওয়েট নেতা

224

বড়সড় ভাঙন বঙ্গ বিজেপিতে। যোগদানের একবছরের মধ্যেই ফের ফের একবার নিজের হাতে তৃনমূলের পতাকা তুলে নিলেন দক্ষিণ দিনাজপুরের প্রভাবশালী নেতা বিপ্লব মিত্র। আজ, শুক্রবার দুপুরে তৃণমূল ভবনে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনের পরই তৃণমূল ছেড়ে মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন বিপ্লব মিত্র। তাঁর সঙ্গেই বিজেপিতে গিয়েছিলেন জেলা পরিষদের সভাধিপতি, একঝাঁক জেলা পরিষদ সদস্য, কাউন্সিলর এবং পঞ্চায়েত সদস্য। এরপর দক্ষিণ দিনাজপুরে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি হন সাংসদ অর্পিতা ঘোষ।

তৃনমূলের পতাকা তুলে নিলেন দক্ষিণ দিনাজপুরের প্রভাবশালী নেতা বিপ্লব মিত্র

এদিকে তৃণমূল সূত্রের খবর, বিপ্লব মিত্রের ঘাসফুল শিবিরে প্রায় ফেরা চূড়ান্ত হয়ে গিয়েছিল। গত সপ্তাহেই অর্পিতা ঘোষকে সরিয়ে দক্ষিণ দিনাজপুরের জেলা সভাপতি করা হয় গৌতম দাসকে। এর জেরে বিপ্লব মিত্রের ফেরার রাস্তা আরও মসৃণ হয়। তৃণমূল ভবনে বিপ্লব মিত্রের প্রত্যবর্তনের সময় উপস্থিত ছিলেন জেলা সভাপতিও। 

একবছর আগে বিজেপিতে যোগদান করেছিলেন বিপ্লব মিত্র, ফাইল ছবি

প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনে বিজেপির সুকান্ত মজুমদারের কাছে পরাজিত হন তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী, নাট্যব্যক্তিত্ব অর্পিতা ঘোষ। যার জেরে অভিযোগ ওঠে, বিপ্লব মিত্র ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। জেলা সভাপতির পদ থেকে তাঁকে সরিয়ে দেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই বিজেপিতে যোগদান করেন বিপ্লব মিত্র।