বিজেপি শিবিরে ধাক্কা, অর্পিতা ঘোষের হাত ধরে ফের তৃণমূলে যোগদান

191

বিজেপি শিবিরে বড়সড় ধাক্কা। তৃণমূলের প্রাক্তন সাংসদ তথা দক্ষিন দিনাজপুরের সভানেত্রী অর্পিতা ঘোষের হাতে তৃণমূলে ফিরে এলেন জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায়।আজ,আনুষ্ঠানিকভাবে তৃণমূলে ফিরে এলেন তিনি।এদিন তাঁর হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন অর্পিতা ঘোষ সহ জেলার বিভিন্ন নেতৃত্বরা।এদিন অর্পিতা ঘোষ জানান,”মমতা ব্যানার্জির কাজে উদ্বুদ্ধ হয়ে ফিরে এসেছে।এনআরসি এবং ক্যা এর বিরুদ্ধে প্রতিবাদ করে আবার তৃণমূল কংগ্রেসে ফিরে এসেছেন।আমরা স্বাগত জানিয়েছি।আমরা ভালো করে জেলা পরিষদের মাধ্যমে উন্নয়নের কাজ করতে পারব।”

প্রসঙ্গত,লোকসভা নির্বাচনের বালুরঘাট কেন্দ্রটি বিজেপির দখলে চলে যায়।তাঁর পরেই দক্ষিন দিনাজপুর জেলা সভাপতির দায়িত্ব থাকা বিপ্লব মিত্রকে সরিয়ে দেয় তৃণমূল।পরে তিনি জেলা পরিষদের সভাধিপতি সহ ১০জন সদস্যকে নিয়ে বিজেপি শিবিরে নাম লেখান।কিছুদিন পর মোহভঙ্গ হয় তাদের! বিজেপিতে চলে যাওয়া সদস্যরা ফিরে আসেন তৃণমূলে।এবার ফিরে এলেন খোদ জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায়।বর্তমানে জেলা পরিষদের আসন সংখ্যা দাঁড়াল তৃণমূলের ১৪,বিজেপির ৪।ফের দক্ষিন দিনাজপুর জেলা পরিষদ তৃণমূলের দখলে চলে এলো।