এবার ডানা ছাটা হল বিধায়ক সৌরভ চক্রবর্তীর, তাঁর জায়গায় এলেন এই হেভিওয়েট নেতা

154

এবাররে লোকসভা নির্বাচনে ব্যাপক ভাবে ধাক্কা খেয়েছে রাজ্যের শাসকদল । ৩৪ থেকে নেমে একেবারে ২২ । বলতে গেলে শাসক দলের কাছে এবার সবচেয়ে ধাক্কা হয়ে দাঁড়িয়েছে উত্তরবঙ্গ । অর্থাৎ উত্তর বঙ্গের মানুষ এবার যেততেন প্রকারে বিজেপিকে কাছে টেনে নিয়েছে ।  তাই আলিপুদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, বালুরঘাট, মালাদা উত্তরে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থীরা। যার জন্য এবিষয় নিয়ে বেশ চিন্তিত তৃনমূল নেত্রী। তাই এবার শিলিগুড়ি-জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির (এসজেডিএ) চেয়ারম্যান পদ থেকে বিধায়ক সৌরভ চক্রবর্তী সরিয়ে দিলে তৃনমূল সুপ্রিমো। এবং তাঁর জায়গায় বসানো হল বিজয় চন্দ্র বর্মণকে । তবে সৌরভ চক্রবর্তীকে চেয়ারম্যান পদ থেকে সরানো হলেও জলপাইগুড়ি জেলা সভাপতি পদে তিনিই থাকছেন, এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে ।

এদিকে, রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন সৌরভ বাবুকে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হলে যতটা না ক্ষতি হবে দলের, তাঁর চেয়ে বেশি ক্ষতি হবে জেলা সভাপতির পদ থেকে তাঁকে সরিয়ে দিলে । কারন মমতা ব্যানার্জ্জি এটা ভালো করেই জানেন যে সৌরভ চক্রবর্তীর হাত ধরেই উওরবঙ্গে লালের অবসান ঘটেছিল ২০১১ সালে ।