জেলা যুব সভাপতি বদল নিয়ে বাড়াবাড়ি করছে জেলার ছেলেরাই, বিস্ফোরক জেলার শীর্ষ নেতৃত্বরা

জেলার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রদবদল নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়ালো।শনিবার রাত থেকে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বদল নিয়েই সোশ্যাল মিডিয়ায় মিথ্যা খবর ছড়ানোকে কেন্দ্র করে জেলা জুড়ে জোর জল্পনা চলেছিল।অবশেষে সব জল্পনার অবসান ঘটালেন তৃণমূলের জেলার শীর্ষ নেতৃত্বরা।

উল্লেখ্য,রবিবার এই খবরের সত্যতা যাচাই করার জন্য তৃণমূলের বর্তমান জেলা সভাপতি।অর্থাৎ অজিত বাবুকে ফোন করা হলে তিনি বলেন,”এখনো জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আছেন রমাপ্রসাদ গিরি।” অপরদিকে ,জেলার শীর্ষ নেতৃত্বরা অনেকেই বলেছেন যে,যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রদবদল নিয়ে জেলার ছেলেরা সোশ্যাল মিডিয়ায় বাড়াবাড়ি করছে।সূত্রের খবর,জেলা তৃণমূলের যুব কংগ্রেসে সভাপতি বদল নিয়ে গতকাল রাতে এই নিয়ে কালীঘাটের বাড়িতে মমতা ব্যানার্জি কথাবার্তা বলছিলেন।কিন্তু অবশেষে তা থেমে যায়।শীর্ষ নেতৃত্বরা জানিয়ে দিয়েছেন,বর্তমানে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রমাপ্রসাদ গিরি ই আছেন।

প্রসঙ্গত,শনিবার লোকসভা ভোটে বিপর্যয়ের জের রাজ্যের বেশ কয়েকটি জেলার সাংগঠনিক রদবদল করেছেন তৃণমূলে সুপ্রিমো মমতা ব্যানার্জি।এদিন কালীঘাটের বাড়িতে জয়ী ,পরাজিত প্রার্থীদের নিয়ে বৈঠক করেন মমতা।সেখানে ছিল দলের জেলা সভাপতি থেকে শুরু করে মন্ত্রী,রাজ্যসভার সাংসদ, বিধায়করা।এদিন বৈঠক শেষে কালীঘাটে সাংবাদিক সম্মেলন করেন তৃণমূল নেত্রী।এদিন তিনি জানান ,বেশ কয়েকটি জেলার সভাপতি পরিবর্তন করেছি।