আলিপুরদুয়ার জেলায় চারজনের শরীরে মিলল করোনা পজিটিভ, জানাল স্বাস্থ্য দপ্তর

111

সোমবার থেকে আলিপুরদুয়ারে লকডাউন ওঠার কথা থাকলেও তা এখন সেগুড়ে বালি। কারণ গ্রিন জোনে থাকা আলিপুরদুয়ারে চারজনের শরীরে মিলল করোনার পজিটিভ।বৃহস্পতিবার সন্ধ্যায় এই খবর জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ পুরণ শর্মা৷ যেকারণে গ্রীন জোনের আওতায় থাকা আলিপুরদুয়ারকে অরেঞ্জ জোন চিহ্নিত করা হচ্ছে এমনটাই সূত্র মারফত খবর মিলেছে।

 জানা গিয়েছে, দিল্লীর এইমস থেকে চিকিৎসা করে একটি অ্যাম্বুলেন্সে করে আলিপুরদুয়ারে আসেন সেই চারজন ব্যাক্তি। তাদের মধ্যে দুজন কোচবিহার জেলার বাসিন্দা। অন্য দুজন আলিপুরদুয়ার জেলার বাসিন্দা। এদিকে আলিপুরদুয়ারে আসার পরেই রাস্তায় ওই অ্যাম্বুলেন্সটিকে আটকে দেয় পুলিশ ও স্বাস্থ্য দপ্তর। তার পর অ্যাম্বুলেন্স থেকে আটক চারজনকে কোয়ারান্টিনে পাঠানো হয়। কোয়ারান্টিন সেন্টার থেকেই ওই চারজনের লালারসের নমুনা পরীক্ষার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার ওই চারজনের রিপোর্ট স্বাস্থ্য দপ্তরের হাতে আসে। ওই রিপোর্টেই চার জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে বলে স্বাস্থ্য দপ্তর জানিয়েছে।