বড় খবর:পদ হারাতে চলছেন রাজ্যের দুই মন্ত্রী! জেনে নিন

লোকসভা ভোটে বিপর্যয়ের জের তৃণমূল সুপ্রিমোর কোপে পড়তে চলেছেন রাজ্যের দুই মন্ত্রী।অর্থাৎ একজন হলেন জ্যোতিপ্রিয় মল্লিক অপরজন হলেন তপন দাসগুপ্ত।এমনটাই কিন্তু মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।তাঁরা মনে করছে এই দুই মন্ত্রী মমতার কোপে পড়তে পারেন কারন হিসেবে তুলে ধরল।

১)তপন দাসগুপ্ত:রাজ্যের কৃষি বিপনন মন্ত্রী তপন দাসগুপ্ত।অপর দিকে তিনি তৃণমূলের জেলা সভাপতি।তা সত্তেও হারতে হয়েছে হুগলি লোকসভা আসন।এই কারনে তৃণমূল সুপ্রিমোর চরণ ভৎসনার মুখঃ পড়েছেন হুগলি জেলার তৃণমূল সভাপতি তপন দাসগুপ্ত।হুগলি জেলায় তিনটি লোকসভা কেন্দ্রের মধ্যে একটি আসনে জয়লাভ করছে গেরুয়া শিবির।পর পর দুবারের সাংসদকে হারিয়ে প্রথম সংসদে যাচ্ছেন বাংলার জনপ্রিয় অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়।তাই স্বাভাবিকভাবেই নেত্রীর চক্ষুশূল হয়েছেন তপন।আগামী ৩১ মে আবার কালীঘাটে দলের নেতা ,মন্ত্রী, সাংসদের নিয়ে বৈঠকে বসবেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি।এই পরিস্থিতিতে রাজনৈতিক মহল মনে করছে, তপন দাসগুপ্ত পদ খোয়াতে পারেন।জেলা সভাপতির পদ কিংবা মন্ত্রী।অপর মহলের একাংশ মনে করছে, দুই পদই কেড়ে নিতে পারেন মুখ্যমন্ত্রী।

২) জ্যোতিপ্রিয় মল্লিক:বর্তমানে রাজ্যের গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী।অপরদিকে তিনি জেলা সভাপতি।বনগাঁ লোকসভা কেন্দ্রটি তৃণমূল হারিয়ে ফেলে।ফলে কোপের মুখে পড়তে হতে পারে তাঁকে।জেলা সভাপতি পদ হারাতে পারেন জ্যোতিপ্রিয় মল্লিক।এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।তবে তাঁর জায়গায় কে আসতে পারেন?সূত্রের খবর, বিকল্প সভাপতি হিসেবে পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের নামে ভাবনা চিন্তা করছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি।কারন এই নেতা এর আগেও জেলা সভাপতির দায়িত্ব সামলেছেন।