ভুয়ো ভিডিওতে ভরে যাচ্ছে ইউটিউব! বড় সিধান্তের পথে হাঁটল ভারতের কেন্দ্রীয় সরকার

২০২১ সালের ডিসেম্বর থেকে ১০২টি ইউটিউব খবরের চ্যানেল বন্ধের পর আজ আবার নিষিদ্ধ হল ৮টি ইউটিউব চ্যানেলগুলি। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে, এই ৮টি ইউটিউব চ্যানেলে প্রকাশিত বিষয়বস্তুর উদ্দেশ্য ছিল ভারতের বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ ছড়ানো। এগুলিতে মূলত ভারত বিরোধী ভুয়ো ভিডিও পোস্ট করা হত। সেকারনেই এই সিধান্ত নিয়েছে তাঁরা। এই ৮টি চ্যানেলের মোট দর্শক সংখ্যা ১১৪ কোটির বেশি। সাবস্ক্রাইবার সংখ্যা ৮৫ লাখ ৭৩ হাজার।

নিষিদ্ধ ইউটিউব চ্যানেলগুলি হল, লোকতন্ত্র টিভি (১২.৯০ লক্ষ সাবস্ক্রাইবার), ইউ অ্যান্ড ভি টিভি (১০.২০ লক্ষ সাবস্ক্রাইবার), এএম রাজভি (৯৫,৯০০ সাবস্ক্রাইবার), গৌরবশালী পবন মিথিলাঞ্চল (৭ লক্ষ সাবস্ক্রাইবার), সরকারী আপডেট (৮০,৯০০ সাবস্ক্রাইবার) এবং সব কুছ দেখো (১৯.৪০ লক্ষ সাবস্ক্রাইবার)। এই ৭টি চ্যানেলই ভারতের। এছাড়া নিষিদ্ধের তালিকায় রয়েছে পাকিস্তানের চ্যানেল নিউজ কি দুনিয়া ( ৯৭,০০০ সাবস্ক্রাইবার)।

মন্ত্রণালয়ের প্রকাশিত বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘নিষিদ্ধ ইউটিউব চ্যানেলগুলির বিভিন্ন ভিডিওতে মিথ্যা দাবি করা হয়েছে। উদাহরণের মধ্যে রয়েছে ভুয়া খবর ছড়ানো, যেমন সরকার ধর্মীয় প্রতিষ্ঠান ধ্বংস করার নির্দেশ দিয়েছে, ধর্মীয় উৎসব উদযাপন নিষিদ্ধ করা এবং ভারতে ধর্মীয় যুদ্ধ ঘোষণা করা হয়েছে। এই ধরনের বিষয়বস্তুতে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি এবং দেশে শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করার সম্ভাবনা রয়েছে। ফলে ২০২১ সালের আইটি আইনের অধীনে জরুরি ক্ষমতা ব্যবহার করে ১৬ অগাস্ট থেকে ওই ৮টি চ্যানেলকে নিষিদ্ধ করার আদেশ জারি করা হয়েছে। এছাড়াও ইউটিউব চ্যানেলগুলিতে ভারতীয় সশস্ত্র বাহিনী, জম্মু ও কাশ্মীরের মতো বিভিন্ন বিষয়ে ভুয়া খবরও পোস্ট করা হত। যা জাতীয় নিরাপত্তা এবং আন্তর্জাতিক স্তরে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ মিথ্যে এবং অসংবেদনশীল বলে পরিলক্ষিত হয়েছে।’