কখনও কি ভেবেছেন ব্লুটুথ কে কেন ব্লুটুথ বলা হয় ? জানতে বিস্তারিত পড়ুন

“ব্লুটুথ ” নামকরণ করার করণ খুঁজতে হলে যেতে হবে হাজার বছর আগে , সেই সময় হ্যারল্ড গমসন নামক এক রাজা ছিলেন ছিলেন ,যিনি নরওয়ে ও ডেনমার্ক কে যুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এইজন্য তিনি বেশ খ্যাত ছিলেন , তার খ্যাতি র আরেকটি কারণ ছিল তার নীল রঙের একটি দাত যার জন্যে তাকে ব্লু টুথ নামেও ডাকা হতো।
১৯৯৬ এ ইন্টেল ,নোকিয়া ও এরিকসন যৌথভাবে একটি আঞ্চলিক রেডিও ওয়েব তৈরি করার চেষ্টা করছিলেন যাতে কম দূরত্বের মধ্যে ছবি , গান ও নানারকমের ফাইল শেয়ার করা যেতে পারে ।এই সময় ইন্টেল এর এই আধিকারিক এই ওয়েব এর নাম দেয় ব্লুটুথ ,যেহেতু এখানে এই ওয়েব এর মাধ্যমে অনেক ডিভাইসের মধ্যে যোগাযোগ স্থাপন করা যাবে ঠিক যেমন ভাবে ওই রাজা অনেক গুলি দেশ জুরেছিলেন এই ভাবেই ব্লুটুথ এর নাম ব্লুটুথ হলো।