দামে কম, মানে ভাল, কাকলি ফার্নিচারের বিজ্ঞাপন ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়া

643

টুরু লাভের পর এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দামে কম, মানে ভাল, কাকলি ফার্নিচারের বিজ্ঞাপন। বাংলাদেশের গাজিপুরের এই ফার্নিচার সংস্থার একটি বিজ্ঞাপন ঘিরে আচমকাই সরগরম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। ভাইরাল মিম আর কমেন্ট ছেয়ে গিয়েছে ফেসবুক। মূলত, দোকানটির ফেসবুক পেজ থেকেই পোস্ট করা হয় ভিডিও বিজ্ঞাপনটি। সেখানে দুটি শিশুকে দেখা যাচ্ছে। তারা কখনও দোকানের সোফার গদিতে লাফাচ্ছে। আবার কখনও বা আরামাকেদারায় দোল খাচ্ছে। আর ভিডিওর শুরু থেকে শেষপর্যন্ত বাজছে একটিই ভয়েস ওভার। সেখানে বলতে শোনা যাচ্ছে, ‘দামে কম, মানে ভাল, কাকলি ফার্নিচার।’ আর এই ভয়েস ওভারেই বেজায় মজা পেয়েছেন নেটিজেনরা। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই কাকলি ফার্নিচার।