সূর্যের দক্ষিণ গোলার্ধে ভয়ঙ্কর বিস্ফোরণ! যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি অন্ধকারে ঢেকে যেতে পারে পৃথিবী

পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব আনুমানিক ১৪.৯৬ কোটি কিলোমিটার হলেও সম্প্রতি একটি বড় বিস্ফোরণ হয়ছে সূর্যের মধ্যে। আর সেই অগ্ন্যুৎপাতের সঙ্গে সঙ্গে সূর্যের মধ্যে থেকে ছিটকে বেরিয়ে গেছে প্রায় ২ লক্ষ লম্বা ফিলামেন্ট। আর এই বিস্ফোরণ থেকে যে ধ্বংসাবশেষ তৈরি হয়েছে তা পৃথিবীর দিকে ধেয়ে আসতে পারে বলে স্পেসওয়েদার ডট কম মারফত এমনই খবর মিলেছে। মূলত, সূর্যের দক্ষিণ গোলার্ধে হয়েছে এই ভয়ঙ্কর বিস্ফোরণ। এবং এই বিস্ফোরণ থেকে বিশালাকার এই লম্বা ফিলামেন্ট অনেকটা রবার ব্যান্ডের মতই ছিটকে বেরিয়ে গেছে। বিজ্ঞানীরা বিস্ফোরণটিকে একটি নরখাদকের সঙ্গে তুলনা করেছেন। বিজ্ঞানীরা আরও জানাচ্ছেন শক্তিশালী এই বিস্ফোরণে বিপন্ন হতে পারে রেডিও যোগাযোগ ব্যবস্থা, গোলযোগ দেখা দিতে পারে বৈদ্যুতিক পাওয়ার গ্রিডে ও নেভিগেশন সংকেতগুলিকে প্রভাবিত করতে পারে। পাশাপাশি মহাকাশযান ও নভোচারিদের জন্য জীবনের ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দিতে পারে। কারন এই বিস্ফোরণের ফলে চৌম্বকীয় ঝড় সৃষ্ট হতে পারে যারফলে ভবিষ্যতে পৃথিবীর চুম্বকমণ্ডলে সমস্যা তৈরির প্রধান কারণ হয়ে উঠতে পারে এটি। মূলত, এই ঝড় সৌর বৈয়ু থেকে বেশি শক্তিশালী। 

এদিকে, নাসার সোলার ডাইনামিক্স অবজারভেটারি সূর্যের একাধিক তরঙ্গদৈর্ঘ্যের ছবি তুলেছে যাতে বিজ্ঞানীরা সেখানের বৈশিষ্ট্য ও কার্যকলার অধ্যায়ন করতে পারেন। সূর্য তার সৌরচক্রের শীর্যে পৌঁছানোর সঙ্গে সঙ্গে নতুন সূর্যের দাগগুলি উদ্ভূত হওয়ার সঙ্গে সঙ্গে কার্যকলাপ আরও দ্রুত গতিতে বাড়তে পারে, যা অভ্যন্তরীন সৌরজগতের দিকে বিপজ্জনক বিস্ফোরণ ঘটাতে পারে। মঙ্গলবার সকালে সূর্যের বিস্ফোরণ হয়। বিস্ফোরিত ক্যানিবাল সিএনই টুকরো টুকরো হয়ে পৃথিবীকে এসে পৌঁছচ্ছে বলেও রিপোর্ট করা হয়েছে।