বড় পদক্ষেপ নিতে চলেছেন টেসলা কর্তা এলন মাস্ক!

4816

ফের একবার সিদ্ধান্ত গ্রহণে টুইটার জনতার শরণাপন্ন হলেন এলন মাস্ক। তবে এবার অন্য কারও নয়, নিজরই ভাগ্য নির্ধারণ ছেড়ে দিলেন জনতার হাতে। তাও আবার নিজের পদে বহাল থাকা না থাকার সিদ্ধান্ত। এর আগে ট্রাম্পের অ্যাকাউন্ট ফেরানো কিংবা কারও অ্যাকাউন্ট বাতিল করা, ইত্যাদি প্রশ্ন নিয়ে জনগণের মত জানতে চেয়েছিলেন মাস্ক। এসব বিষয়ে ভার্চুয়াল পোলই ছিল তাঁর ভরসা। তবে এবার টুইটারের সিইও পদে তাঁর থাকা উচিৎ কিনা! সেই সিদ্ধান্তই ছেড়ে দিলেন টুইটারের নেটিজেনদের ওপর।

এদিন তিনি টুইটারে পোস্ট করেন, ‘আমার কি টুইটারের প্রধান পদ সরে দাঁড়ান উচিৎ? আমি এই পোলের ফলাফলের পালন করব’। তবে কি আবারও বড় পদক্ষেপ নিতে চলেছেন টেসলা কর্তা? এত কাঠখড় পুড়িয়ে যেই টুইটারের মালিক হলেন তিনি, এত উদ্যম নিয়ে বড়সড় বদল আনলেন সংস্থার নীতিতে, ছাঁটাই হল এত কর্মী। সেই টুইটারের মাথা থেকে সরে আসবেন এলন! এখনও অবধি পোলের ফলাফল সেই দিকেই ইঙ্গিত করছে। এখনও অবধি প্রায় ৫৬ শতাংশ মানুষ মাস্কের প্রধান পদ থেকে সরে দাঁড়ানোয় সায় দিয়েছেন। পোলের শেষে এই ফলাফল থাকলে নিজের কথা রাখতে হলে সিইও পদ ছাড়তে হবে মাস্ককে। তবে ৪৪ বিলিয়নের থেকেও মাস্কের কাছে জনমতের মূল্য বেশি, তখন এই কথা বিশ্বাস করতে পারেন অনেকেই।