খড়গপুর পুরসভার চেয়ারম্যান প্রদীপ সরকারকে পদত্যাগের নির্দেশ তৃণমূলের

808

দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল খড়গপুর পুরসভার চেয়ারম্যান (Kharagapur Municipality Chairman) প্রদীপ সরকারের (Pradip Sarkar) বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে হুমকি,বাড়ি ঘেরাওয়ের অভিযোগ তুলেছেন দলেরই একাংশের কাউন্সিলর।

অভিযোগ, দুষ্কৃতী এবং মহিলাদের দিয়ে বাড়ি ঘেরানোর ‘চক্রান্ত’ করেন পুরপ্রধান। এমনই অভিযোগ দায়ের করা হয়েছিল। জানা গিয়েছে,দলের সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই ব্যাপারে চিঠি লিখে অভিযোগও জানিয়েছিলেন তাঁরা। এই বিষয় নিয়ে কাউন্সিলরদের সঙ্গে বৈঠকে বসেছিলেন অজিত মাইতি। তিনি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত।

এদিকে তৃণমূল বিধায়ক অজিত মাইতির সাফ বক্তব্য, দল থেকে সিদ্ধান্ত নিয়ে ওঁকে চেয়ারম্যানের পদ থেকে সরানো হল।

এদিকে চেয়ারম্যান পদ থেকে ইস্তফা প্রসঙ্গে প্রদীপ সরকার বলেন, ‘দল যখনই নির্দেশ দেবে তখনই আমি পদত্যাগ করবো। তবে আমাকে জানতে হবে আমার ভুল কোথায়।’