মোদীকে গুজরাটের কষাই বলায় পাকিস্তানকে কড়া জবাব দিল ভারত

গত ২১অক্টোবর,ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স(FATF)পাকিস্তানকে ধূসর লিস্ট থেকে বা Grey List থেকে সরিয়ে দিয়েছে| এর ফলে ভারত এর মাথায় চিন্তার ভাঁজ পড়েছিল, এই ঘটনার রেশ কাটতে না কাটতেই জুলফিগার আলী ভুট্টোর নাতি বিলাওয়াল ভুট্টো এক চাঞ্চল্যকর দাবি করে বসলেন তিনি বললেন “ওসামা বিন লাদেন মারা গেছেন কিন্তু গুজরাটের কসাই বেঁচে আছেন এবং সেই কসাই আর কেউ নয় তিনি খোদ ভারতের প্রধানমন্ত্রী ”

নিউ ইয়র্কের জনসংঘের যে সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হচ্ছিল সেখানে এই মন্তব্য করেন| তিনি এখানেই থেমে যাননি তিনি আরো বললেন “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার আগে পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে আসায় তার নিষেধাজ্ঞা ছিল এবং তিনি যে দলের প্রধান অর্থাৎ আরএসএস  সেটি হিটলার এর নীতি দ্বারা অনুপ্রাণিত সেই দল গান্ধীকে মানেনা সেই দল গান্ধীকে যে হত্যা করেছে তাকে পূজো করে” যদিও শেষে তিনি বলেছিলেন ভারত ও পাকিস্তানকে একত্রিত হয়ে জঙ্গিদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে | ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র

অরিন্দম বাগচী এর জবাব দিতে ছাড়েননি তিনি বলেছেন যে পাকিস্তান হয়তো ভুলে যাচ্ছে কোন দিন দাঁড়িয়ে তারা এই মন্তব্য করছেন কারণ সেদিন ছিল বিজয় দিবস অর্থাৎ যেদিনকে ভারতের সেনা সামনে পাকিস্তানের 93 হাজার সেনা আত্মসমর্পণ করে, এই যুদ্ধের মূল কারণ ছিল পাকিস্তান অর্থাৎ তৎকালীন পশ্চিম পাকিস্তানিদের অত্যাচার পূর্ব পাকিস্তানিদের( বর্তমানের বাংলাদেশ)ওপর | তিনি আরো বলেন যে দেশে এ হাফিজ সাঈদ এবং আরো এরকম কত জঙ্গিদেরকে ঠাই দেওয়া হয় সেই দেশে এরকম মন্তব্য করার যোগ্যই নয়| সারা দেশ জুড়ে ভারতীয় বিজেপি এই মন্তব্যের বিরোধিতা করার জন্য আন্দোলনের ডাক দিয়েছে| সবমিলিয়ে দেশ ও দেশের বাইরে এই নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে|