জেনে নিন বামুখী গনেশ আর সিদ্ধিবিনায়কের পার্থক্য!

1123

শুধু মুম্বাই নয়! দেশের বিভিন্ন রাজ্যে গণপতিকে বাড়িতে এনেও পুজো করেন অনেকে। তবে ঠিক কি রকম গণেশ আনবেন ঘরে? আগামীকাল গণেশ চতুর্থী। বামুখী গণেশ আর সিদ্ধিবিনায়কের পার্থক্য কিভাবে করবেন? সেই বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, যে মূর্তির শুঁড় বাঁম দিকে,সেই মূর্তি আনুন ঘরে।

অন্যদিকে, যে মূর্তির বাম দিকে শুঁড় থাকে। সেটিকে বামমুখী গণেশ বলা হয়। আর যে মূর্তির ডান দিকে শুঁড় থাকে তা হল সিদ্ধিবিনায়ক। বামুখী মূর্তি সহজেই বাড়িতে পুজো করা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। সাধারণত মন্দিরে বা প্যান্ডেলে সিদ্ধিবিনায়কের মূর্তির পূজা করা হয়। এমন কিছু নিয়ম রয়েছে যা শুধুমাত্র তেমন বড় কোন জায়গাতেই করা সম্ভব।