Jio গ্রাহকদের মাথায় হাত, নিঃশব্দে বন্ধ হয়ে গেল সস্তার ১২টি রিচার্জের প্ল্যান

ছেলের হাতে সংস্থার দায়িত্ব তুলে দিলেও, এখনও রিলায়েন্স জিওর (Relaince Jio) পরামর্শদাতা হিসেবে রয়েছেন মুকেশ আম্বানি। এদিকে দেশের ৪টি শহরে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে সংস্থার ৫জি নেটওয়ার্ক। কলকাতা, দিল্লি, মুম্বই ও বারাণসীতে এই সার্ভিস শুরু করেছে জিও । আর ৫জি চালু হতে না হতেই নিঃশব্দে ১২টি রিচার্জ প্ল্যান বন্ধ করে দিয়েছে রিলায়েন্স জিও। এই ১২টি প্ল্যানের সঙ্গে বিনামূল্যে ডিজনি হটস্টার ও ওটিটি সাবস্ক্রিপশন ব্যবহার করতে পারতেন গ্রাহকেরা। মূলত, এই ১২টি প্ল্যান হল, ৩৩৩ টাকা, ৪৯৯ টাকা, ৬০১ টাকা, ৭৮৩ টাকা, ১০৬৬ টাকা, ২৯৯৯টাকা, ৩১১৯ টাকা, এছাড়াও ৩টি অ্যাড-অন প্ল্যান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে জিও। সেগুলি হও, ১৫১ টাকা, ৫৫৫টাকা, ৬৫৯ টাকার প্রিপেড প্ল্যান।

উল্লেখ্য, এই প্ল্যানপগুলি বন্ধ হওয়ার ফলে এবার রিলায়েন্স জিওর প্রিপেড গ্রাহকদের রিচার্জের সঙ্গে ডিজনি প্লাস হটস্টার সাবস্ক্রিপশন ব্যবহার করতে ১৪৯৯ টাকা অথবা ৪১৯৯ টাকা রিচার্জ করতে হবে। মূলত, ১৪৯৯ টাকার প্ল্যানে রিচার্জে রিলায়েন্স জিও গ্রাহকরা প্রতিদিন ২জিবি ৪জি ডেটা পাবেন। সঙ্গে মিলবে আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন ১০০ এসএমএস ও সব জিও অ্যাপ ব্যবহারের সুযোগ। ৮৪ দিন ভ্যালিডিটির এই প্ল্যানের সঙ্গে ডিজনি প্লাস হটস্টার সাবস্ক্রিপশন বিনামূল্যে ব্যবহার করা যাবে। এবং ৪১৯৯ টাকা রিচার্জে প্রতিদিন ৩ জিবি ডেটা পাবেন জিও গ্রাহকরা। এই প্ল্যানের সঙ্গেও আনলিমিটেড ডেটা ও প্রতিদিন ১০০ এসএমএস বিনামূল্যে মিলবে। সঙ্গে থাকছে সব জিও অ্যাপ ব্যবহারের সুযোগ। ৩৬৫ দিন ভ্যালিডিটির এই প্ল্যানের সঙ্গেও মিলবে ডিজনি প্লাস হটস্টার সাবস্ক্রিপশন। যদিও কেন এই প্ল্যানগুলি তুলে নেওয়া হল সেই বিষয়ে এখনও কোন মন্তব্য করেনি জিও।