ভুয়ো খবরঃ চন্দ্রযান 2 বিফলে রসগোল্লা খেয়ে মৃত্যু হয়নি এই বাংলাদেশি ব্যাক্তির

244

চন্দ্রযান 2 বিফলের খুশিতে মিষ্টি খেতে গিয়ে গলায় রসগোল্লার রস আটকে মৃত্যু বাংলাদেশির”- ইন্ডিয়াটুডেডেইলিনিউজ বলে একটি ব্লগ সাইটে সম্প্রতি এমন একটি প্রতিবেদন বেরিয়েছে । এমনকি বিভিন্ন ফেসবুক পেজে এই খবরটি পোস্ট করা হয়েছে । মূলত, এই পোস্টটিতে রসগোল্লার ছবির সঙ্গে এক বয়স্ক মানুষের ছবি রয়েছে। প্রতিবেদনে লেখা চন্দ্রায়ণ ২ এ ভারতের বিফলতাতে খুশি হয়ে গরম রসগোল্লা খেতে গিয়ে শ্বাস আটকে মারা যান বাংলাদেশের রেজাউল শেখ নামের এক ব্যক্তি। প্রতিবেদনটিতে ‘ইন্ডিয়া টুডে” ওয়েবসাইটের লোগো লাগানো রয়েছে। শুধু তাই নয় ২৪ ঘণ্টা বাংলা নিউজ ডট অনলাইন নামের সাইটেও এই একই খবর রয়েছে।

এদিকে এই পোস্টটি চোখে পড়া মাত্রই অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম (আফওয়া) এর পাওয়া তথ্য অনুযায়ী এটি ভুয়ো পোস্ট বলে ঘোষণা করা হয়েছে । কারন এরকম কোনো খবর বাংলাদেশের কোনো নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমে পাওয়া যাই নি। প্রতিবেদনে ব্যবহৃত ছবিটি নেওয়া হয়েছে একটা পুরোনো ব্লগ থেকে। এমনকি ইন্ডিয়া টুডে ওয়েবসাইট এ এমন কোনো খবর প্রকাশ হয়নি। এবিষয়ে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম বাংলাদেশের নিউজ ওয়েবসাইট গুলিতে খোঁজ খবর করেছে। কিন্তু এ বিষয়ে কোনো নির্ভরযোগ্য তথ্য আমরা খুঁজে পায়নি তাঁরা ।

যে ব্যক্তির ছবি ভাইরাল পোস্টটিতে দেওয়া হয়েছে সেই ছবিটি ২০১০ সালে একটি ব্লগ পোস্টে প্রথমবার বেরোয়। রিভার্স ইমেজ সার্চের সাহায্যে আমরা তা জানতে পারে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম।একজন বিদেশী তার বাংলাদেশের অভিজ্ঞতা নিয়ে লিখেছিলেন এই ব্লগটি।মূলত, “ইন্ডিয়াটুডেডেইলিনিউজ” নামের ব্লগসাইটে যেখানে এই বিভ্রান্তিকর প্রতিবেদনটি বেরিয়েছে তার সঙ্গে “ইন্ডিয়া টুডে” গ্রূপের কোনো সম্পর্ক নেই। ব্লগসাইটটি ইন্ডিয়া টুডের লোগো লাগিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম জানিয়েছে । এদিকে কিছুদিন আগে ভারতীয় ক্রিকেট টীম বিশ্বকাপ হেরে যাওয়ার পর ঠিক একই ধরণের ভুয়ো খবর বেরিয়েছিল “ভারতনিউজ” ওয়েবসাইটে।