আর চিন নয়, এবার থেকে ভারতে তৈরি হবে আইফোন (iPhone), কমতে পারে দামও

পুজোর আগে বাজারে আসছে অ্যাপলের নতুন মডেল আইফোন ১৪ ( Iphon14) । এরইমাঝে অক্টোবরে ভারতে সেই আই ফোন-১৪-এর উৎপাদন শুরু করতে চলেছে সংস্থাটি। অর্থাৎ এখন আর চীনে নয় সব ঠিকঠাক থাকলে ভারতেই তৈরি হবে অ্যাপলের সমস্ত নতুন মডেল। মূলত চিনে পণ্য তৈরিতে নির্ভরশীলতা কমানোই এই সংস্থার লক্ষ্য। এখন এ দেশে চুক্তির মাধ্যমে কিছু মডেলের আই ফোন তৈরি করে অ্যাপল। কিন্তু নতুন ফোনের ক্ষেত্রে তা বাজারে আসার পরে এখানে তৈরি হতে ৬-৯ মাস সময় লাগে। জানা যাচ্ছে, চিন থেকে যন্ত্রাংশ এনে ভারতে চেন্নাইয়ের কারখানায় সেগুলি জুড়ে আই ফোন-১৪ উৎপাদনের বিষয়টি খতিয়ে দেখছে তাইওয়ানের ফক্সকন। যারা চুক্তির ভিত্তিতে আই ফোন তৈরি করে। সেই সঙ্গে এ দেশে আই প্যাড তৈরির কথাও বিচার করে দেখছে অ্যাপল।

বিশেষজ্ঞ মহলের মতে, চিনে লকডাউন শুরু হওয়ার পরেই জোগানে ঘাটতির ভবিষ্যতবাণী করেছিল অ্যাপেল। আন্দাজ মতই ঘাটতি হয়েছে উৎপাদনে। পাশাপাশি ভারতে সস্তায় শ্রমিক উপলব্ধ হওয়ার কারণে কোম্পানির উৎপাদনের খরচ এক ধাক্কায় অনেকটা কমে যেতে পারে। যার জেরে কমতে পারে আইফোনের দামও। এছাড়াও বেজিং-এর সঙ্গে আমেরিকার টানাপড়েন তো আগে থেকেই ছিলই।