কিভাবে পাবেন ফেসবুকে এরোপ্লেন রিয়াক্ট? সাথেই জেনে নিন আরও বিস্তারিত তথ্য…

বিগত দুদিন ধরে ফেসবুকে সবচেয়ে বেশী আলোচিত বিষয় হল ফেসবুক নিজেই। ঠিক বোধগম্য হল না বুঝি! আসলে ফেসবুক যে নতুন এমোটিকন অর্থাৎ যে এরোপ্লেন রিয়াকশন-এর উদ্ভব ঘটালো তাতে বিশ্ববাসীর রিয়াকশনের অন্ত ছিল না। উত্তেজনার বাঁধ ভেঙ্গে প্রতিক্রিয়ার বন্যা বয়ে গেছে যেন এই দু-দিনে আর তা শুধু ফেসবুকেই সীমাবদ্ধ ছিল না, ইউটিউব-টুইটার-ইন্সটাগ্রাম সব সোশ্যাল মিডিয়া জুড়েই এরোপ্লেন রিয়াক্ট-এর বিস্তার।

যেহেতু সীমিত কিছু অ্যানড্রয়েড ব্যবহারকারীই এই রিয়াক্টের সুযোগ পাচ্ছিলেন তাই স্বাভাবিকভাবেই যাঁরা পাচ্ছিলেন না তাঁরা নতুন এই মজার রিয়াকশনকে নিজের জন্য উপলব্ধ করার চেষ্টায় মরিয়া। কেউ বললেন, ফেসবুক অ্যাপ আপডেট করে ক্যাচ মেমোরি ক্লিয়ার করলে তবেই এই রিয়াকশনটি মিলবে। কেউ কেউ আবার ইউটিউব টিউটোরিয়ালও দিয়ে দিয়েছিলেন ইতিমধ্যেই, যাতে বঞ্চিতরাও তাদের সাধপূরণ করতে পারেন। কারণ প্রায় সবার ধারণা এটাই ছিল যে ফেসবুক এটি লঞ্চ করার জন্যই হয়তো আগে টেস্টিং করছে। ভ্রমণ অত্যাধুনিক মানুষের জীবনের এক বিশেষ অঙ্গ, তাছাড়া এরোপ্লেন তো এখন সাধারণ মানুষের কাছে আর আগের মত দুষ্প্রাপ্য নেই। তবে এই ভ্রমণসম্বন্ধীয় রিয়াকশনটির সাথে এমন বঞ্চনা কেন!

আসলে এই পুরো বিষয়টিই পরীক্ষামূলক। এক ফেসবুক মুখপাত্র বিমানের প্রতিক্রিয়া প্রসঙ্গে বলেন, “এটি একটি হ্যাকথনের অংশ, নতুন ধারণাগুলি পরীক্ষা করতে একটি কর্মচারী দ্বারা তৈরি করা হয়েছিল।“ হ্যাকথনের সময় ফেসবুক ডেভেলপাররা একত্রিত হয়ে নানান পরীক্ষা করে দেখেন তাদের মিডিয়াকে নতুনভাবে কিছু করা যায় কিনা। এই এরোপ্লেন রিয়াক্ট তার-ই অংশ। তাই যারা অত্যন্ত খুশী হয়েছিলেন এটা নিয়ে তাদের সেই সাময়িক আনন্দের পর্ব শেষ।