কৈলাসের সঙ্গে ভাইরাল হওয়া অডিয়ো ক্লিপের প্রথম সাফল্যের দোড়গোড়ায় মুকুল রায়!

107

ভারপ্রাপ্ত সহঃ সম্পাদকঃ  বিজেপি যে বাংলায় ধীরে ধীরে তাঁর সীমা বিস্তার করছে তা ফের একবার ধরা পড়ে গেল, আর এবারও তা ধরা দিলেন বিজেপি নেতা মুকুল রায় । অর্থাৎ এই অক্টোবরের প্রথম সপ্তাহে মুকুলের সঙ্গে কৈলাসের একটি অডিয়ো ক্লিপ ভাইরাল হয়! সেখানে উঠে এসেছিল মুতুয়া সংঘের নাম। এমনকি কিভাবে মুতুয়া সংঘের সমর্থন বঙ্গ বিজেপি পাবে তারও কিছুটা ইঙ্গিত দেন মুকুল রায়, মঞ্জুলকৃষ্ণ ঠাকুরের ছোট ছেলে শান্তনুকে কেন্দ্র করে। আর এবার সেটাই হাতে নাতে ধরা দিলেন রাজনীতির চাণক্য বাবু!

আরও পড়ুনঃ কৈলাসের সঙ্গে অডিয়ো ক্লিপ ভাইরাল হওয়া নিয়ে কি জানালেন মুকুল রায়?

অর্থাৎ গতকাল নদীয়ায় মুকুলের সভায় দেখা গেল মতুয়াদের ঢল! আসলে সেখানে ছিল মতুয়াদের ধর্মসভা । আর এই ধর্মসভায় হাজির হয়েছিলেন নদীয়া ও উত্তর চব্বিশ পরগনার মতুয়া সম্প্রদায়ের অসংখ্য মানুষ। এবং সেখানে দেখা যায় মতুয়াদের একটি বড় অংশ খোলাখুলি তৃণমূলের বিরোধিতা করতে। আর এই বিরোধিতার মধ্যে, হঠাৎই মতুয়াদের ধর্মসভায় উঠে দেখা যায় মুকুল রায়কে,এবং অবশেষে জানা যায় এদিন মুকুল রায়কে নিয়ে এই ধর্মসভার আয়োজন করে মতুয়ারাই। যাইহোক, মুকুল রায় এদিন বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পিছিয়ে পড়েছে সমাজের অনগ্রসর জাতিরা। তাদের চাকরি থেকে বিভিন্ন সরকারি সুযোগসুবিধা সবটা থেকেই বঞ্চিত হতে হয়েছে। এমনকি বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তু হিন্দু শরনার্থীরা আজও নাগরিকত্ব পাননি। তিনি বলেন, হিন্দু শরনার্থীদের এদেশে নাগরিকত্ব দেওয়া বিজেপির নীতিগত সিদ্ধান্ত। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নাগরিক পঞ্জী নিয়ে মতুয়া সম্প্রদায়কে ভুল পথে চালনা করছে।
এদিকে আবার রাজনৈতিক মহলের একাংশ বলছে, মুকুলের সঙ্গে কৈলাসের যে প্রথম অডিয়ো ক্লিপটি ভাইরাল হয়, সেটা যে সত্য ছিল তা এবার মতুয়াদের সমথর্নের মাধ্যেমেই বুঝিয়ে দিলেন মুকুল রায়, অর্থাৎ তিনি যে অডিয়ো ক্লিপের সাফল্যের পেছনে দৌড়চ্ছেন তা আর বলতে সংশয় নেই । এখন দেখার দ্বিতীয় অডিয়ো ক্লিপের সাফল্যের পিছনে কিভাবে দৌড়াবেন মুকুল রায়?

আরও পড়ুনঃ তৃণমূল শেষ হয়ে যাবে? ফের ফাঁস ‘মুকুল ও কৈলাস’ ফোনালাপ!