ভারতবর্ষে যেভাবে মুঘল সাম্রাজ্যের সূচনা করেন মঙ্গোলীয় ও তুর্কি বংশোদ্ভূত বাবর

মোঘলরা মূলত মঙ্গোলীয় এবং তুর্কি বংশোদ্ভূত। মোগল সম্রাট বাবর পিতার দিক থেকে তৈমুর লং এবং মাতার দিক থেকে চেঙ্গিস খান এর বংশধর । ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের সীমানা বর্তমান বাংলাদেশ ভারত পাকিস্তান ও আফগানিস্তানের অধিকাংশ অঞ্চল জুড়ে বিস্তৃত ছিল। মোঘল শাসনামলে ভারতবর্ষের জিডিপির দিক থেকে সমগ্র বিশ্বের মধ্যে চতুর্থ অবস্থানে ছিল, যার পরিমাণ ছিল প্রায় ৯০ বিলিয়ন ডলার বা ৭ লক্ষ ৬০ হাজার কোটি টাকারও বেশি।

মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহির উদ্দিন মোহাম্মদ বাবর ১৪৮৩ সালের ২০ ফেব্রুয়ারি মধ্য এশিয়ার বর্তমান উজবেকিস্তানের ফরগনা রাজ্যে জন্মগ্রহণ করেন তাঁর পিতা ওমর শেখ মির্জা ছিলেন ফরগনা রাজ্যের অধিপতি । পিতার মৃত্যুর পর মাত্র ১১ বছর বয়সে বাবর ফর গানা রাজ্যের সিংহাসন আরোহন করেন । সিংহাসনে বসার পর তিনি সাম্রাজ্য বৃদ্ধির লক্ষ্যে উজবেকিস্তানের সমরকন্দ দখলের পরিকল্পনা করেন । ১৪৯৭ সালে বাবুর সমরকন্দ দখল করতে সক্ষম হন। পরবর্তীতে বাবরের অনুপস্থিতিতে ১৫০১ সালে উজবেক নেতা সাইবানি খান সমরকন্দ দখল করে নেয় । তখন নিজ রাজ্য থেকে বিতাড়িত হয়ে বাবর হিন্দুকুশ পর্বতমালা অতিক্রম করে কাবুলে চলে আসে। সে সময় কাবুলের শাসকগোষ্ঠীর মধ্যকার অন্তর্কলহে সুযোগে ১৫০৪ সালের কাবুল দখল করে নেয় এরপর পারস্যের সম্রাট শাহ ইসমাইল এর সাহায্যে ১৫১১ সালের দিকে বাবর পুনরায় সমরকন্দ জয়ের চেষ্টা করেও ব্যর্থ হন। এর ফলে বাবর নতুন সাম্রাজ্য বিস্তারের জন্য ভারতবর্ষের দিকে দৃষ্টিপাত করেন।

বাবর ১৫১৯ সাল থেকে ২২ সালের মধ্যে বাজাউর, সোয়াত ও ভাকান্দাহার দখল করে নেয় এরপর ১৫২৪ সালে বাবর বর্তমান পাকিস্তানের লাহোর নিজের অধিকার নিয়ে আসেন। ১৫২৫ সালে বাবর দিল্লি জয় করার লক্ষ্যে কাবুল থেকে অভিযান শুরু করার পর দৌলতখানকে পরাজিত করে পাঞ্জাব দখল করে নেয় ১৫২৬ সালের ১২ এপ্রিল পানিপথ প্রান্তরে সৈন্য সমাবেশ করে। এই পানিপথের প্রান্তরে ঐতিহাসিক পানিপথের যুদ্ধ সংঘটিত হয় অভিনব কৌশল মাত্র ১২ হাজার সৈন্য নিয়ে লক্ষাধিক সৈন্য সহ আফগান শাসক ইব্রাহিম লোদীকে পরাজিত করেন। যুদ্ধে জয়লাভের ফলে জহির উদ্দিন মোহাম্মদ বাবর দিল্লি আগ্রা দখল করে নেয় এর মধ্য দিয়েই মূলত ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের যাত্রা শুরু হয় । ১৫২৬ সালে দিল্লি দখল করে মুঘল সম্রাট বাবর পার্শ্ববর্তী অঞ্চল গাজীপুর, গোয়ালিয়র, জৈনপুর দখল করে নেয় । ১৫২৬ থেকে ২৯ সালের মধ্যে বিভিন্ন যুদ্ধে রাজপুত ও অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করে কৌনজ ও পাটনা দখল করে নেয় । অন্যদিকে বাংলা সহ বিভিন্ন রাজ্যে বাবরের অধীনতা স্বীকার করে । মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার মাত্র চার বছরের মাথায় ১৫৩০ সালে মাত্র ৪৭ বছর বয়সে সম্রাট জহির উদ্দিন মোহাম্মদ বাবর মৃত্যুবরণ করেন। এবং জহির উদ্দিন মোহাম্মদ বাবরের মৃত্যুর পর মোগল সাম্রাজ্যের সিংহাসন আরোহন করেন সম্রাট হুমায়ুন।