ভারতের কাছে আমরা হারিনি! ম্যাচ শেষে মুখ খুললেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম

টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ এর প্রথম ম্যাচে ভারতের কাছে ৪ উইকেটে হার মানল পাকিস্তান। প্রথমে ব্যাট করে ১৬০ রানের টার্গেট দেয় পাকিস্তান। তবে জবাবে শেষ ওভারের শেষ বলে লক্ষ্য অর্জন করে নেয় ভারত। বিরাট কোহলি ৮২ রানের অপরাজিত ইনিংস খেলেন। পাকিস্তানের মতো ভারতেরও শুরুটা খারাপ হয়েছিল। খুব তাড়াতাড়ি প্রথম ৪ উইকেট হারায় ভারত। ক্যাপ্টেন রোহিত শর্মা আউট হয়ে গেলেন ৪ রান করে। কেএল রাহুলও আউট হন ৪ রান করে। সূর্যকুমার যাদব ১০ বলে ১৫ রান করেন। তার ইনিংসে ছিল ২টি চার। এমনকি অক্ষর প্যাটেলও বিশেষ কিছু করতে পারেননি। রান আউট হয়ে যান তিনি। এমন অবস্থা থেকে ১০০ রানের জুটি গড়েন হার্দিক ও বিরাট। হার্দিক শেষ ওভারের প্রথম বলে উইকেট হারান। শেষ ওভারে দরকার ছিলো ১৬ রান। নওয়াজ একের পর এক ওয়াইড বল করেন। শেষ পর্যন্ত ভারত ৪ উইকেটে ম্যাচ জেতে।

এদিকে ম্যাচ শেষ রবি শাস্ত্রীকে সাক্ষাৎকার দেওয়ার সময় বাবর আজম বলেন, আমাদের ছেলেরা দুর্দান্ত বল করেছে। আমাদের ওপেনিং জুটি আজ সফল না হলেও বাকি ব্যাটসম্যানরা ১৫৯ পর্যন্ত পৌঁছে দিয়েছিল দলকে। নিশ্চিত ছিলাম ম্যাচটা আমাদের। কিন্তু বিরাট কোহলি এবং হার্দিক পান্ডিয়া যেভাবে জুটি তৈরি করল এবং মঞ্চ করে দিল সেখানেই শেষ পর্যন্ত ম্যাচটা বেরিয়ে গেল। বাবর মনে করেন ভারতের কাছে নয়, বিরাট কোহলির কাছেই এই ম্যাচটা হেরেছে ভারত। অর্থাৎ একজন প্রতিভানকে যে আটকে রাখা কঠিন তা অবশেষে মেনে নিলেন পাকিস্তান অধিনায়ক।

অন্যদিকে ম্যাচ শেষে কোহলি জানিয়েছেন, ‘‘আমি নিজেকে মনে মনে বোঝাচ্ছিলাম, রউফের ওভারে শেষ দুটো বলে দুটো ছক্কা মারতেই হবে। কারণ, রউফ মার খেলে ওরা ভয় পেয়ে যেত। সেটাই হয়।’’ কিন্তু যে দু’টি ছক্কা তিনি মেরেছেন তার পিছনে বিশেষ পরিকল্পনা ছিল বলেও জানিয়েছেন কোহলি। তিনি বলেন, ‘‘আমি জানতাম রউফ বাউন্সার করার চেষ্টা করবে। তাই পিছনের পায়ে ছিলাম। ওই বলে সামনে খেলা ছাড়া উপায় ছিল না। বেশি জোরে মারার চেষ্টা করিনি। খালি ব্যাটে ঠিক মতো লাগানোর চেষ্টা করেছি। আর পরের বল যে ও গায়ে করবে সেটা আগে থেকেই বুঝে গিয়েছিলাম। সেই মতো খেলেছি।’’