নির্ধারিত হয়ে গেল T20 World Cup-এর সুপার ১২-র দুই গ্রুপ, জেনে নিন, ভারতের বিরুদ্ধে খেলবেন কারা?

টি-২০ বিশ্বকাপের সুপার ১২-এ কোন কোন দল খেলবে তা নিশ্চিত হয়ে গেল ২১ জানুয়ারি (শুক্রবার)। এর আগে সরাসরি সুপার ১২-এ আগেই জায়গা করে নিয়েছিল ৮ দল। লড়াই ছিল বাকি চারটি স্থানের জন্য। অবশেষে জানা গেল সুপার ১২-এ ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো হেভিওয়েট দলের সঙ্গে কারা সুপার ১২-এ অংশ নিতে চলেছে।

প্রথম রাউন্ডে গ্রুপ ‘এ’- থেকে চ্যাম্পিয়ন হয়ে সুপার ১২-এ জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা। গ্রুপ ‘বি’-র রানার্স দল হয়ে আয়ারল্যান্ডস অংশ নেবে সুপার ১২-এ। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে অঘটন ঘটানো নামিবিয়া সংযুক্ত আরব আমিরশাহীর কাছে মাস্ট উইন ম্যাচে ৭ রানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ায় দ্বিতীয় দল হিসেবে গ্রুপ ‘২’-এ জায়াগ করে নিয়েছে নেদারল্যান্ডস। এ ছাড়া গ্রুপ-২-এ জায়গা করে নিয়েছে প্রথম রাউন্ডে গ্রুপ ‘বি’-র চ্যাম্পিয়ন দল জিম্বাবুয়ে।

মূলত, শ্রীলঙ্কা বনাম আয়ারল্যান্ডসের ম্যাচ দিয়ে ২৩ অক্টোবর (রবিবার) থেকে শুরু হচ্ছে সুপার ১২-এর খেলা। পাশাপাশি এই দিনই অভিযান শুরু করবে ভারত এবং পাকিস্তান। হাইপ্রোফাইল ম্যাচে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হবে মেলবোর্নে। প্রতিযোগীতায় দু’টি সেমিফাইনাল খেলা হবে ৯ নভেম্বর এবং ১০ নভেম্বর যথাক্রমে সিডনি এবং অ্যাডিলেডে। ১৩ নভেম্বর ফাইনালে খেতাবি লড়াইয়ের মধ্যে দিয়ে এই প্রতিযোগীতার পর্দা নামবে।

এক নজরে সুপার টুয়েলভের ১২ দল:

গ্রুপ-১: ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড

গ্রুপ-২: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস