ইংল্যান্ডের কাছে লজ্জাজনক হারের পর অধিনায়কত্ব হারাচ্ছেন রোহিত শর্মা!

চলতি বছরের টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে ভারতীয় দল জায়গা করে নিলেও আজ ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে নিজেদের হার স্বীকার করেছে তাঁরা। এদিনের ম্যাচের শুরুতে মাত্র ৫ রানে ক্রিস ওকসের বলে বাটলারের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান কেএল রাহুল। শুরুর দিকে রোহিতের ব্যাট থেকে দু’চারটে বাউন্ডারি দেখতে পাওয়া গেলেও, দর্শকদের নজর কাড়তে পারেননি তিনি। ২৮ বলে মাত্র ২৭ রান করে প্যাভিলিয়নে ফিরে যান ভারতীয় দলের অধিনায়ক। যদি বিরাট কোহলি এবং হার্দিক পান্ডিয়া হাফসেঞ্চুরি না করতে পারতেন, তাহলে টিম ইন্ডিয়ার স্কোর কি হত ম্যাচ শেষে সেটা বুঝতেই পেরেছেন ক্রিয়াপ্রেমীরা।

এদিকে ইংল্যান্ডের কাছে ভারতের এই লজ্জাজনক হারে পর রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পাশাপাশি ম্যাচের পর সাংবাদিক বৈঠকে যখন ভারতীয় ক্রিকেট দলের কোচ রাহুল দ্রাবিড় এসেছিলেন, সেইসময় তাঁকেও এই একই প্রশ্ন করা হয়। সেইসময় তিনি জবাব দিয়ে জানান, ‘দলের সিনিয়রদের নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করার সময় এখনও আসেনি। এত তাড়াতাড়ি কোনও মন্তব্য করা উচিত হবে না। পরের টি-২০ বিশ্বকাপের আগে এখনও অনেকটাই সময় হাতে রয়েছে।

উল্লেখ্য, আজকের ম্যাচের শুরু থেকেই ব্যাট চালিয়ে খেলছিলেন হেল ও বাটলার । শেষ পর্যন্ত মাত্র ৪৭ বলে ৮৬ রানে বিশাল ইনিংস গড়েন হেল । অধিনায়কোচিত ব্যাটিংয়ে বাটলার করেন ৪৯ বলে ৪০ রান । এবং ৪ ওভার বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে দেন দুই ব্যাটার । ভারতকে উড়িয়ে রবিবার মেলবোর্নে ফাইনাল ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে ইংল্যান্ড । প্রসঙ্গত, ৩০ বছর আগে মেলবোর্নেই মুখোমুখি হয়েছিল দুই দল । ১৯৯২ সালে ওডিআই বিশ্বকাপের ওই ফাইনালে শেষ হাসি হেসেছিল পাকিস্তানই । মুস্তাক আহমেদের ঘূর্ণিতে গ্রাহাম গুচের দলকে উড়িয়ে দিয়েছিল ইমরান খানের ছেলেরা । তিন দশক পর সেই একই মাঠে মুখোমুখি হতে চলেছে দুই দল ।